বিএনপি প্রবাসী পরিষদ ভৈরব শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত

- আপডেটের সময় : ০৪:০৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩
- / ৬৮৩
মোঃ মিজানুর রহমান পাটোয়ারী, ভৈরবঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি সৌদি আরব প্রবাসী পরিষদ ভৈরব উপজেলা শাখা’র উদ্যোগে দুইশত একজনকে সদস্য করে সংগঠনের পরিচিতি সভা অনুষ্টিত হয়েছে।
গতকাল বিকালে সৌদি আরবের রিয়াদের ইশারা ড্রারেক্টারে অনুষ্টিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রবাসী পরিষদের সহ-সভাপতি শরীফ মোল্লা। সংগঠনের সাধারণ সম্পাদক আলমগীর হুসেনের সঞ্চলানায় আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি হাদিছ মোল্লা, সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক শেখ মোঃ সুজন, সহ-সাধারণ সম্পাদক জনি আহমেদ, সাংগঠনিক সম্পাদক শাহীন আলম, প্রচার সম্পাদক শাওন আহমেদ, প্রমুখ। অনুষ্টানে ভিডিও কনফারেন্সে যুক্ত হন সংঘঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শফিকুল ইসলাম শফিক। এ সময় প্রবাসী পরিষদের সিনিয়র নেত্রীবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভৈরব-কুলিয়ারচর আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী শরীফুল আলমের পক্ষে প্রবাস থেকে আমরা সার্বিক সহযোগীতা করে যাব। আমরা আশাবাদী আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল বি এন পি সরকার গঠন করবে।