যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে যুবকদেরকে মানবসম্পদে রুপান্তর করতে হবে : যুব আন্দোলন

- আপডেটের সময় : ০৫:২৬:০৬ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩
- / ৬২৬
গত ২৭ মে, ২০২৩ শনিবার, সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইসলামী যুব আন্দোলন লক্ষ্মীপুর জেলা শাখার ব্যবস্থাপনায় জেলা সভাপতি মুহাম্মদ মোখলেসুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ.এম.ইসমাঈল সিরাজী এর সঞ্চালনায় সদর উপজেলার আওতাধীন টুমচর শিমুলতলা “জেলা-উপজেলা দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা” অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক(কুমিল্লা বিভাগ) মুফতী একেএম আবদুজ জাহের আরেফী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য যুবকদেরকে ব্যাপকহারে ইসলামের পক্ষে দাওয়াত দিতে হবে। দেশের পট পরিবর্তনে যুবকরা বার বার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সুতরাং এখনি জান-মালের বিনিময়ে প্রতিষ্ঠিত তাগুতকে দূর করতে হবে এবং সমাজের সর্বত্র পূর্নাঙ্গ দ্বীন বাস্তবায়ন করতে যুবকরা ঐতিহাসিক দায়িত্ব পালন করতে হবে।
উক্ত কর্মশালায় প্যানেলে আলোচক হিসেবে আরও আলোচনা করেন, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় উপ- সম্পাদক মুহাম্মদ মনিরুল ইসলাম,ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাবেক (কুমিল্লা বিভাগীয়) সাংগঠনিক সম্পাদক মুফতী শরিফুল ইসলাম,ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার এসিটেন্ট সেক্রেটারী মাওলানা লোকমান মাজহারী, জয়েন্ট সেক্রেটারী মাওলানা আ.হ.ম নোমান সিরাজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমরান হোসাইন সহ প্রমুখ নেতৃবৃন্দ।