পরীক্ষা খারাপ হওয়ায় এসএসসি পরীক্ষার্থীর ‘আত্মহত্যা’

- আপডেটের সময় : ১১:৪৭:২০ পূর্বাহ্ন, সোমবার, ১ মে ২০২৩
- / ৬০৫
জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে এসএসসি পরীক্ষা খারাপ হওয়ায় বুশরা বরকতুল্লাহ্ বর্ষা (১৬) নামে এক শিক্ষার্থী ‘আত্মহত্যা’করেছেন।
আজ সোমবার (১ মে) সকাল সাড়ে ৮টার দিকে জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের কুমারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী বটতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বরকতুল্লাহর মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বর্ষা বটতলা উচ্চ বিদ্যালয় থেকে চলমান এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। গতকাল (প্রথমদিন) রবিবার তার বাংলা পরীক্ষা খারাপ হওয়ায় তিনি দুশ্চিন্তায় ছিলেন। সোমবার সকালে তিনি নিজঘরের সিলিংফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
জামালপুর সদর থানার অফিসার্স ইনচার্জ শাহ নেওয়াজ বলেন, মেয়েটি গত তিন-চারদিন ধরে পেটের ব্যথায় ভুগছিলেন বলে শুনেছি। এজন্য তার এসএসসির বাংলা পরীক্ষা একটু খারাপ হয়েছিল। এ কারণে তিনি আত্মহত্যা করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা করা হচ্ছে বলেও তিনি জানান।