সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

নিউজ রুম
- আপডেটের সময় : ০৪:০৩:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩
- / ৬২২
জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল মান্নান ফকির নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলার ধারাবর্ষা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কামরাবাদ ইউনিয়নের ধারাবর্ষা গ্রামের ইদ্রিস আলী ফকিরের ছেলে আব্দুল মান্নান ফকির (৫০)। তিনি তার বাড়ির পাশের জমিতে শনিবার সকাল থেকে ধান কাটছিলেন। বিকেল সাড়ে ৩টার দিকে পাশের বিদ্যুৎচালিত সেচ পাম্পে পানি পান করতে যান। এমন সময় বিদ্যুতের খুঁটির টানা দেওয়া তারে জড়িয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে কামরাবাদ ইউপি সদস্য আশেক মাহমুদ বলেন, পল্লী বিদ্যুতের খুঁটিতে তার দিয়ে টানা দেওয়া ছিল। তারটি বিদ্যুতায়িত হয়ে ছিল। তাতে জড়িয়ে মান্নান ফকিরের মৃত্যু হয়।