আদম ব্যাপারী মিজানের খপ্পরে পড়ে নিঃস্ব রামগঞ্জের যুবক শিপন

- আপডেটের সময় : ০৯:৪০:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩
- / ১০০৫
নিজস্ব প্রতিবেদকঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উত্তর হাজীপুর গ্রামের আদম ব্যাপারীর সৌদি মিজানের খপ্পরে পড়ে নিঃস্ব হয়েছেন নিরীহ যুবক একই গ্রামের চৌধুরী গাজী বাড়ির মনুহারের ছেলে শেখ শিপন (২৪)। আদম ব্যাপারী মো.মিজান দীর্ঘ এক যুগের বেশি সময় এ ব্যবসা করে আসছে।
উত্তর হাজীপুর তিন ভূঁইয়া বাড়ির মৃত সিরাজ ভূঁইয়ার ছেলে সৌদি প্রবাসী আদম ব্যাপরী মিজান তার পাশ্ববর্তী শিপনের পিতা মনুহারের কাছ হইতে ফ্রী ভিসা ও সৌদিআরব পৌছার পর দুই বছরের আকামা প্রদান করার প্রতিস্রিতে পাঁচ লাখ টাকার বিনিময় গত ২২জানুয়রী ২০২২ইং সৌদি আরব পাঠান।
কিন্তু সেখানে যাওয়ার পর শিপনকে আকামা না দিয়ে আরো আড়াই লাখ টাকা দাবী করে এতে দেশে ব্যাংক থেকে লোন নিয়ে শিপনের পিতা মিজানের পরিবারের নিকট আড়াই লাখ টাকা প্রদান করলেও একবছরে আকামা করে তাহা আটক করে রাখে। আকামার মেয়াদ শেষ হওয়ার তিন মাস আদম ব্যাপারী মিজান শিপনকে আকামা বুঝিয়ে দেয়।বর্তমানে আকামার মেয়াদ শেষ হওয়ার পুনরায় নবায়ন করতে বললে আদম ব্যাপারী মিজান আবারও আড়াই লাখ টাকা দাবি করে। শিপন টাকা দিতে অস্বীকৃতি জানালে গত মঙ্গলবার, রাতে সৌদি আরবের দাম্মামের কার্তিয়া নামক স্থানের একটি রুমে আটক করে মিজান ও তার ভাই ইসমাইল আরেক ভাই বাবুল সহ লোকজন শিপনকে ব্যাপক মারধর করে গুরুতর আহত করে। এতে মুখ, মাথা ও চোখে ব্যাপক আঘাত পায় শিপন।
গতকাল বুধবার, টেলিফোনে শিপন রামগঞ্জ সাংবাদিকদের বিষয়টি জানালে, বৃহস্পতিবার সকালে সরজমিনে শিপনে পিতা মনুহার, মাতা ও ভাই-বোনরা জানান, সৌদিআরবে মিজান ও তার ভাইয়েরা শিপনের উপর অমানবিক নির্যাতন করে আসছে। প্রায় দুই বছর হতে চলছে। এখনও কাগজপত্র মিজান আটক করে রাখায় কাজকর্ম করতে পারছে না। সে মানবতার জীবনযাপন করছে।
আদম ব্যাপারী মিজানের স্ত্রী রেনু আক্তার, ছেলে রিশাদ হোসেন জানান, শিপন ও তার পরিবারের লোকজন যাহা বলেছে তাহা সম্পূর্ণ মিথ্যা ও বনোয়াটে। তবে শিপন ফেক আইডি খুলে আমাদের পরিবারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে আমরা তার বিরুদ্ধে আজই এই ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করব।
টেলিফোনে মিজান বলে, আমি সৌদি মক্তব থেকে ভিসা ক্রয় করেছি তাকে বলেন মক্তবে যোগাযোগ করার জন্য।