ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কবিতা- তোমার স্মরণে হে বিশ্ব মহামানব : মোহাম্মদ আলমগীর (জুয়েল)

নিউজ রুম
  • আপডেটের সময় : ১১:২৮:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১
  • / ৭৮২

তোমার স্মরণে হে বিশ্ব মহামানব
মোহাম্মদ আলমগীর (জুয়েল)

আমি আজ বিশ্বের এক মহামানবের কথা বলতে এসেছি। বীর বাঙালির অদম্য স্বপ্ন দ্রষ্টা মুক্তি যুদ্ধের মহানায়ক, শোষিত- মেহনতি মানুষের পক্ষে আজীবন বন্ধু– ইতিহাসের মহাপুরুষ, মহাবীর, বজ্রকণ্ঠে উচ্চারিত ধ্বনি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কথা বলতে এই ভরা স্টেজে আজ তোমাদের মাঝে উপস্থিত হয়েছি।

একটি জাতি তলাবিহীন ঝুড়ি থেকে কিভাবে শিল্প ও বাণিজ্যে, দেশের অর্থনীতি, প্রবৃদ্ধি, প্রবৃত্তি, মুদ্রাস্ফীতি, প্রতিটি সেক্টরে অসাধারণ মেধা-মনন, চিন্তা-চেতনা সমন্বয় বলিষ্ঠ নেতৃত্ব দেশে বিশাল কর্মযজ্ঞ সৃষ্ট করে বিশ্বে এক অনন্য দৃষ্টান্ত স্হাপন করেছে।

আমি আজ এসেছি স্বাধীনতার অবিসংবাদিত নেতা, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সেই অমর কবিতাখানি শোনাতে।

এবারের সংগ্রাম , স্বাধীনতার সংগ্রাম।
এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম।

সেই থেকে একটি নতুন দেশের স্বপ্ন দেখা, মুক্তিযুদ্ধের সূচনা। অতঃপর অস্তমিত সূর্য উদিত , লাল সবুজের পতাকা উত্তোলন। কৃষক-শ্রমিক, ছাত্র-জনতা, সর্বস্তরের জনগণ উজ্জীবিত একই বন্ধনে দৃঢ়ভাবে আব্দ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়ে হিংস্র-শকূনী-হায়েনার উপর।

নরপিশাচ, পাকিস্তান সেনা-হানাদার, রাজাকার আলবদর, ঘাতক, আলশামস শত্রুদের সাথে লড়াই করে বিজয় ছিনিয়ে তারপর বহু রক্তক্ষয় কষ্টার্জিত স্বাধীনতা অর্জন।

বিশ্বের মানচিত্রে আজ মোরা দাঁড়িয়ে আছি
মাথা উঁচু করে, উন্নতির শিখরে।

তাইতো আজ তোমার স্মরণে হে বিশ্ব মহামানব,
এই মঞ্চে উপবিষ্ট হয়ে মানুষের মিলনমেলায়- তোমার জন্য এই ভরা ময়দানে আন্তরিক অভিবাদন-অভিনন্দন জানাতে– দুই হাতে করতালি, কিংবা ফুলের গালিচায় সুশোভিত, সৌন্দর্য চিত্রায়ণে মনোমুগ্ধকর বুলি উচ্চারণ।

ষোল কোটি বাঙালির হৃদয় হতে বিশ্ব মহান নেতা শেখ মুজিবুর রহমান, এসেছি তোমার আদর্শের কথা বলতে, আর পরম মমতায় লাখো জনতার পক্ষে শ্রদ্ধা জানাতে। পদ্মা- মেঘনা- যমুনা, কর্ণফুলী যতদিন বাংলায় বহমান আকাশে-বাতাসে,
এই মৃত্তিকা প্রতিনিয়ত শ্বাস–প্রশ্বাসে
অমর হয়ে রবে চিরকাল, হে মহান শেখ মুজিবুর রহমান।



নিউজটি শেয়ার করুন








কবিতা- তোমার স্মরণে হে বিশ্ব মহামানব : মোহাম্মদ আলমগীর (জুয়েল)

আপডেটের সময় : ১১:২৮:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১

তোমার স্মরণে হে বিশ্ব মহামানব
মোহাম্মদ আলমগীর (জুয়েল)

আমি আজ বিশ্বের এক মহামানবের কথা বলতে এসেছি। বীর বাঙালির অদম্য স্বপ্ন দ্রষ্টা মুক্তি যুদ্ধের মহানায়ক, শোষিত- মেহনতি মানুষের পক্ষে আজীবন বন্ধু– ইতিহাসের মহাপুরুষ, মহাবীর, বজ্রকণ্ঠে উচ্চারিত ধ্বনি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কথা বলতে এই ভরা স্টেজে আজ তোমাদের মাঝে উপস্থিত হয়েছি।

একটি জাতি তলাবিহীন ঝুড়ি থেকে কিভাবে শিল্প ও বাণিজ্যে, দেশের অর্থনীতি, প্রবৃদ্ধি, প্রবৃত্তি, মুদ্রাস্ফীতি, প্রতিটি সেক্টরে অসাধারণ মেধা-মনন, চিন্তা-চেতনা সমন্বয় বলিষ্ঠ নেতৃত্ব দেশে বিশাল কর্মযজ্ঞ সৃষ্ট করে বিশ্বে এক অনন্য দৃষ্টান্ত স্হাপন করেছে।

আমি আজ এসেছি স্বাধীনতার অবিসংবাদিত নেতা, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সেই অমর কবিতাখানি শোনাতে।

এবারের সংগ্রাম , স্বাধীনতার সংগ্রাম।
এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম।

সেই থেকে একটি নতুন দেশের স্বপ্ন দেখা, মুক্তিযুদ্ধের সূচনা। অতঃপর অস্তমিত সূর্য উদিত , লাল সবুজের পতাকা উত্তোলন। কৃষক-শ্রমিক, ছাত্র-জনতা, সর্বস্তরের জনগণ উজ্জীবিত একই বন্ধনে দৃঢ়ভাবে আব্দ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়ে হিংস্র-শকূনী-হায়েনার উপর।

নরপিশাচ, পাকিস্তান সেনা-হানাদার, রাজাকার আলবদর, ঘাতক, আলশামস শত্রুদের সাথে লড়াই করে বিজয় ছিনিয়ে তারপর বহু রক্তক্ষয় কষ্টার্জিত স্বাধীনতা অর্জন।

বিশ্বের মানচিত্রে আজ মোরা দাঁড়িয়ে আছি
মাথা উঁচু করে, উন্নতির শিখরে।

তাইতো আজ তোমার স্মরণে হে বিশ্ব মহামানব,
এই মঞ্চে উপবিষ্ট হয়ে মানুষের মিলনমেলায়- তোমার জন্য এই ভরা ময়দানে আন্তরিক অভিবাদন-অভিনন্দন জানাতে– দুই হাতে করতালি, কিংবা ফুলের গালিচায় সুশোভিত, সৌন্দর্য চিত্রায়ণে মনোমুগ্ধকর বুলি উচ্চারণ।

ষোল কোটি বাঙালির হৃদয় হতে বিশ্ব মহান নেতা শেখ মুজিবুর রহমান, এসেছি তোমার আদর্শের কথা বলতে, আর পরম মমতায় লাখো জনতার পক্ষে শ্রদ্ধা জানাতে। পদ্মা- মেঘনা- যমুনা, কর্ণফুলী যতদিন বাংলায় বহমান আকাশে-বাতাসে,
এই মৃত্তিকা প্রতিনিয়ত শ্বাস–প্রশ্বাসে
অমর হয়ে রবে চিরকাল, হে মহান শেখ মুজিবুর রহমান।