পটুয়াখালী জেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

- আপডেটের সময় : ০১:২১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩
- / ৬৫০
এইচ এম মোশারেফ সুজনঃ পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে পটুয়াখালী জেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ মার্চ) সন্ধ্যায় মল্লিকা পার্টি সেন্টারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর সফলতা কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া মোনাজাত পরিচালনা করেন পটুয়াখালী বড় জামে মসজিদের খতিব মাওলানা আবু সাঈদ ও মুসলিম পাড়া জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আবদুল কাদের।
পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরিফুল ইসলাম, পুলিশ সুপার সাইদুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ, সদর উপজেলা চেয়ারম্যান গোলাম সরওয়ার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক জুয়েল, জেলা বিএনপির সদস্য অ্যাড. মজিবুর রহমান টোটন, সদর উপজেলা নির্বাহী অফিসার সাইদুর রহমান।
এছাড়াও জেলা প্রেসক্লাবের সহ সভাপতি কাইয়ুম উদ্দিন জুয়েল, কোষাদক্ষ মহিব্বুল্লাহ্ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জলিলুর রহমান সোহেল, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাকসুদুর রহমান ও এইচ এম মোশারেফ সুজন সহ জেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।