খেপুপাড়া নেছারুদ্দীন ফাযিল মাদরাসায় জাতীয় শোক দিবস পালিত

- আপডেটের সময় : ১০:৫৪:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১
- / ৭৪৭
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় ও ভাবগম্ভীর পরিবেশে খেপুপাড়া নেছারুদ্দীন ফাযিল মাদরাসায় পালিত হয়েছে।
এদিন সকালে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো ব্যাজ ধারণ, আলোচনা সভা ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
সকাল ৯ টায় খেপুপাড়া নেছারুদ্দীন ফাযিল মাদরাসার শিক্ষক হল রুমে আরবি প্রভাষক মাও মাসুম বিল্লাহ (রুমি)-এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মু. নাসির উদ্দিন হাওলাদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মাওলানা মুহা ওয়ালিউল্লাহ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সহকারী অধ্যাপক আলিমউজ্জামান, প্রভাষক মাসুমা আক্তার, ইংরেজি প্রভাষক মোঃ আবু হানিফ, আরবি প্রভাষক গাজী মোঃ ইব্রাহিম, সহকারী শিক্ষক মাও. রিয়াজ, শরীরচর্চা শিক্ষক মোঃ শাহীন সিকদার।
এসময় কর্মরত শিক্ষকদের মধ্যে সহকারী অধ্যাপক মাও আবদুল কাইউম, আরবি প্রভাষক মাও. নজরুল ইসলাম, সহকারী শিক্ষক মাও. আমিনুল ইসলাম, প্রভাষক মোঃ মাহবুব রহমান, সহকারী অধ্যাপক আবু সালেহ মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে খেপুপাড়া নেছারুদ্দীন ফাযিল মাদরাসা ছাত্র সংসদের সদস্যরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করে।
এতে উপস্থিত ছিলেন ছাত্র সংসদের সহ- সভাপতি নাজমুস সাকিব, সাধারণ সম্পাদক ইয়াকুব গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দিন অভি, সহ-সাংগঠনিক সম্পাদক জামিল আহমদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক তালহা যুবায়ের, সাংস্কৃতিক সম্পাদক নাজমুস সাকিব, ছাত্রকল্যান সম্পাদক মোঃ বাইজিদ সহ-ছাত্রকল্যান সম্পাদক মাসুম বিল্লাহ।
১৫ আগস্ট ১৯৭৫ এ শাহাদত বরণকারী বঙ্গবন্ধু ও তাঁর পরিবারবর্গের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া পরিচালনা করেন খেপুপাড়া নেছারুদ্দীন ফাযিল মাদরাসার উপাধ্যক্ষ মাও মোঃ ওয়ালিউল্লাহ।