কলাপাড়ায় ৭ পা ও ২ মুখ নিয়ে বাছুরের জন্ম!

- আপডেটের সময় : ১০:৩০:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩
- / ৬০৮
কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় ৭ পা ও ২ মুখ নিয়ে একটি গরুর বাছুরের জন্ম হয়েছে। শনিবার (১১ মার্চ) সকালে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ফতেপুর গ্রামের কৃষক সোহেল মৃধার বাড়িতে এ ঘটনা ঘটে। এসময় বাছুরটিকে এক নজর দেখতে তার বাড়িতে ভিড় জমান উৎসুক জনতা। তবে জন্মের তিন ঘণ্টা পরই বাছুরটি মারা যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, সোহেল মৃধার ১৩টি গরু রয়েছে। এরমধ্যে একটি গাভী আজ সকালে বাছুর প্রসব করে। বাছুরটি সাতটি পা ও দুটি মুখ ছিলো। এছাড়াও এটির চারটি কানও ছিলো। জন্মের মাত্র তিন ঘণ্টা পরই বাছুরটি মারা যায়। পরে সেটিকে মাটিচাপা দেওয়া হয়।
কৃষক সোহেল মৃধা বলেন, আমার একটি গাভী সকালে বাচ্চা প্রসব করে। দুই মুখওয়ালা বাছুরটি দেখে আমরা প্রথমে ঘাবড়ে যাই। এ খবর এলাকায় জানাজানি হলে সবাই বছুরটি দেখতে আমার বাড়িতে আসেন। তিন ঘণ্টা পর বাছুরটি মারা যায়। এখন বাচ্চা প্রসব করা গাভীটিরও অবস্থা ভালো না। গাভীটিকে সুস্থ করে তুলতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কলাপাড়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা গাজী শাহ আলম জানান, কনজেনিক্যাল ডিফেক্টের কারণে এমন বাছুর জন্ম নিতে পারে। বিষয়টি খোঁজ খবর নিয়ে দেখা হচ্ছে।