ঢাকা ০৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ঘরের মাটিতে বাংলাদেশ খুবই ভালো দল : মঈন

নিউজ রুম
  • আপডেটের সময় : ০৫:৩৯:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩
  • / ৬০৭

ক্রীড়া প্রতিবেদকঃ সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছিলেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলি। চ্যাম্পিয়ন দলটির অংশ হয়ে দেশের মাটিতে ইংলিশদের আসন্ন সিরিজের জন্যও মঈন নিজের প্রস্তুতি সেরে নিয়েছেন। এরপর বাংলাদেশের সঙ্গে তাদের সিরিজ নিয়ে কথা বলেন এই স্পিন অলরাউন্ডার। তার মতে, বাংলাদেশ নিজেদের মাটিতে খুবই ভালো দল।

চলতি মাসের ২৪ তারিখ দলের সঙ্গে আবারও বাংলাদেশে আসবেন মঈন আলি। তিনটি ওয়ানডে ও তিনটি টি-২০ ম্যাচ খেলতে তিনি দলের সঙ্গে যোগ দেবেন। তার আগে কুমিল্লার হয়ে শিরোপা জয়ের সুখানুভূতি নিয়েই দেশ ছাড়বেন তিনি।

গণমাধ্যমের মুখোমুখি হয়ে মঈন আলি বলেন, ‘বাংলাদেশ সফর সব সময়ই কঠিন। ঘরের মাঠে ওরা খুবই ভালো দল। তবে আমরাও ভালো দল। আশা করি, সিরিজটা ভালো হবে।’

এবারের বিপিএল খেলতে আসার কারণ উল্লেখ করে মঈন জানান, ‘এবার আমার বিপিএলে আসার একটা কারণ আসন্ন সিরিজ। এখানে আমাদের সিরিজ আছে। সামনে আবার ভারতে বিশ্বকাপও আছে। আমি চাচ্ছিলাম, এ ধরনের কন্ডিশনে বেশি বেশি খেলে অভ্যস্ত হতে। এই খেলাগুলো অবশ্যই আমাদের বড় টুর্নামেন্টে সাহায্য করবে।’

উইকেট যেমনই হোক, ইংলিশদের খেলার সামর্থ্য আছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমাদের জন্য উইকেট অতটা গুরুত্বপূর্ণ না। আমাদেরও ভালো ক্রিকেটার আছে, যারা এ ধরনের কন্ডিশনে খেলেছে, ভালো করেছে। আমরা অনেক দিন ধরে একসঙ্গে খেলছি। ভিন্ন ভিন্ন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার যথেষ্ট অভিজ্ঞতা আছে। বাংলাদেশ সিরিজের উইকেট বিপিএলের মতো ভালো থাকলেও মানিয়ে নিতে হবে, খারাপ হলেও তা–ই করতে হবে। কারণ আমরাও যথেষ্ট ভালো দল।’

বিপিএলের উইকেট ও খেলার মানের প্রসঙ্গে মঈন বলেন, ‘আমি এবার মাত্র দুটি ম্যাচের জন্য এসেছি। উইকেট এবার ভালোই মনে হয়েছে। আসলে আপনি যদি ধারাবাহিকভাবে ভালো উইকেটে খেলেন, তাহলে খেলার মান বাড়ে, ভালো ক্রিকেটারও উঠে আসে। বিপিএলের খেলার মানের জন্য এমন উইকেট খুব জরুরি।’



নিউজটি শেয়ার করুন








ঘরের মাটিতে বাংলাদেশ খুবই ভালো দল : মঈন

আপডেটের সময় : ০৫:৩৯:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩

ক্রীড়া প্রতিবেদকঃ সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছিলেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলি। চ্যাম্পিয়ন দলটির অংশ হয়ে দেশের মাটিতে ইংলিশদের আসন্ন সিরিজের জন্যও মঈন নিজের প্রস্তুতি সেরে নিয়েছেন। এরপর বাংলাদেশের সঙ্গে তাদের সিরিজ নিয়ে কথা বলেন এই স্পিন অলরাউন্ডার। তার মতে, বাংলাদেশ নিজেদের মাটিতে খুবই ভালো দল।

চলতি মাসের ২৪ তারিখ দলের সঙ্গে আবারও বাংলাদেশে আসবেন মঈন আলি। তিনটি ওয়ানডে ও তিনটি টি-২০ ম্যাচ খেলতে তিনি দলের সঙ্গে যোগ দেবেন। তার আগে কুমিল্লার হয়ে শিরোপা জয়ের সুখানুভূতি নিয়েই দেশ ছাড়বেন তিনি।

গণমাধ্যমের মুখোমুখি হয়ে মঈন আলি বলেন, ‘বাংলাদেশ সফর সব সময়ই কঠিন। ঘরের মাঠে ওরা খুবই ভালো দল। তবে আমরাও ভালো দল। আশা করি, সিরিজটা ভালো হবে।’

এবারের বিপিএল খেলতে আসার কারণ উল্লেখ করে মঈন জানান, ‘এবার আমার বিপিএলে আসার একটা কারণ আসন্ন সিরিজ। এখানে আমাদের সিরিজ আছে। সামনে আবার ভারতে বিশ্বকাপও আছে। আমি চাচ্ছিলাম, এ ধরনের কন্ডিশনে বেশি বেশি খেলে অভ্যস্ত হতে। এই খেলাগুলো অবশ্যই আমাদের বড় টুর্নামেন্টে সাহায্য করবে।’

উইকেট যেমনই হোক, ইংলিশদের খেলার সামর্থ্য আছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমাদের জন্য উইকেট অতটা গুরুত্বপূর্ণ না। আমাদেরও ভালো ক্রিকেটার আছে, যারা এ ধরনের কন্ডিশনে খেলেছে, ভালো করেছে। আমরা অনেক দিন ধরে একসঙ্গে খেলছি। ভিন্ন ভিন্ন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার যথেষ্ট অভিজ্ঞতা আছে। বাংলাদেশ সিরিজের উইকেট বিপিএলের মতো ভালো থাকলেও মানিয়ে নিতে হবে, খারাপ হলেও তা–ই করতে হবে। কারণ আমরাও যথেষ্ট ভালো দল।’

বিপিএলের উইকেট ও খেলার মানের প্রসঙ্গে মঈন বলেন, ‘আমি এবার মাত্র দুটি ম্যাচের জন্য এসেছি। উইকেট এবার ভালোই মনে হয়েছে। আসলে আপনি যদি ধারাবাহিকভাবে ভালো উইকেটে খেলেন, তাহলে খেলার মান বাড়ে, ভালো ক্রিকেটারও উঠে আসে। বিপিএলের খেলার মানের জন্য এমন উইকেট খুব জরুরি।’