ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

হারের জন্য রুবেলকে দোষ দিতে চান না মাশরাফি

নিউজ রুম
  • আপডেটের সময় : ০৫:৩৬:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩
  • / ৫৯৪

ক্রীড়া প্রতিবেদকঃ ফাইনালে লিটন দাসকে আউট করে সিলেট স্ট্রাইকার্সকে ম্যাচে ফিরিয়েছিলেন রুবেল হোসেন। তবে ম্যাচের ১৭তম ওভারে রুবেল বোলিংয়ে এসে দিলেন ২৩ রান। এর আগে ম্যাচের শুরুতে জনসন চার্লসের রান যখন ৮, তার সহজ ক্যাচ রুবেল হাতছাড়া করেছেন। এরপরও ফাইনাল শেষে রুবেলকে দোষ দিতে নারাজ দলটির অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

ফাইনালে হারের পর সংবাদ সম্মেলনে আসেন মাশরাফি। সেখানে দলের পিঁছিয়ে পড়ার কারণ হিসেবে মাশরাফি বলেন, ‘মিডলে শান্তর আউট হয়ে যাওয়াটা ক্ষতি হয়েছে। আরও বেশি রান হওয়ার সুযোগ ছিল, ১০-১৫ রানের বেশি। ওদের ডেথে নারাইন-মোস্তাফিজ বোলিং করেছে, জর্জ (লিন্ডা) আউট হয়ে গেছে। থিতু ব্যাটসম্যান খেলতে পারলে রান আরও বেশি হতো।’

রুবেলের প্রসঙ্গ টেনে মাশরাফি বলেন, ‘সত্যি বলতে রুবেলই আমাদের ম্যাচে ফিরিয়েছিল। একটা ওভার এদিক-ওদিক হয়েছে। হ্যাঁ, ১৩ রান করে দরকার ছিল, এটা কঠিন। সে সময় পরিকল্পনা বাস্তবায়ন করাটা গুরুত্বপূর্ণ। সেটা করতে না পারলে এমনটা হতেই পারে।’

মাশরাফি আরও বলেন, ‘যে–ই বোলিং করত, অমন ওভার হলে স্বাভাবিকভাবেই ম্যাচ বের হয়ে যেত। রুবেল আমাদের সেরা বোলার ছিল। রুবেল না হলে পেরেরা কিংবা তানজিম অপশন ছিল। আমি আত্মবিশ্বাসী ছিলাম, তানজিম রাউন্ড দ্য উইকেট থেকে ভালো করবে। উইকেটে গ্রিপ করছিল। তবে অমন ওভারের পর ম্যাচে ফেরা কঠিন হয়ে যায়।’



নিউজটি শেয়ার করুন








হারের জন্য রুবেলকে দোষ দিতে চান না মাশরাফি

আপডেটের সময় : ০৫:৩৬:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩

ক্রীড়া প্রতিবেদকঃ ফাইনালে লিটন দাসকে আউট করে সিলেট স্ট্রাইকার্সকে ম্যাচে ফিরিয়েছিলেন রুবেল হোসেন। তবে ম্যাচের ১৭তম ওভারে রুবেল বোলিংয়ে এসে দিলেন ২৩ রান। এর আগে ম্যাচের শুরুতে জনসন চার্লসের রান যখন ৮, তার সহজ ক্যাচ রুবেল হাতছাড়া করেছেন। এরপরও ফাইনাল শেষে রুবেলকে দোষ দিতে নারাজ দলটির অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

ফাইনালে হারের পর সংবাদ সম্মেলনে আসেন মাশরাফি। সেখানে দলের পিঁছিয়ে পড়ার কারণ হিসেবে মাশরাফি বলেন, ‘মিডলে শান্তর আউট হয়ে যাওয়াটা ক্ষতি হয়েছে। আরও বেশি রান হওয়ার সুযোগ ছিল, ১০-১৫ রানের বেশি। ওদের ডেথে নারাইন-মোস্তাফিজ বোলিং করেছে, জর্জ (লিন্ডা) আউট হয়ে গেছে। থিতু ব্যাটসম্যান খেলতে পারলে রান আরও বেশি হতো।’

রুবেলের প্রসঙ্গ টেনে মাশরাফি বলেন, ‘সত্যি বলতে রুবেলই আমাদের ম্যাচে ফিরিয়েছিল। একটা ওভার এদিক-ওদিক হয়েছে। হ্যাঁ, ১৩ রান করে দরকার ছিল, এটা কঠিন। সে সময় পরিকল্পনা বাস্তবায়ন করাটা গুরুত্বপূর্ণ। সেটা করতে না পারলে এমনটা হতেই পারে।’

মাশরাফি আরও বলেন, ‘যে–ই বোলিং করত, অমন ওভার হলে স্বাভাবিকভাবেই ম্যাচ বের হয়ে যেত। রুবেল আমাদের সেরা বোলার ছিল। রুবেল না হলে পেরেরা কিংবা তানজিম অপশন ছিল। আমি আত্মবিশ্বাসী ছিলাম, তানজিম রাউন্ড দ্য উইকেট থেকে ভালো করবে। উইকেটে গ্রিপ করছিল। তবে অমন ওভারের পর ম্যাচে ফেরা কঠিন হয়ে যায়।’