দশমিনায় বীর নিবাস প্রকল্পের শুভ উদ্বোধন

- আপডেটের সময় : ১২:০৪:৫২ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩
- / ৬১৩
মোঃ জাহিদুল ইসলাম (রাকিব), পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে আস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের বীর নিবাস প্রকল্পের শুভ উদ্ধোধন করেন। তারই ধারাবাহিকতায় দশমিনা উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকাল ১০ টায় পরিষদ হল রুমে ভার্চুয়ালী দশমিনায় আটটি বীর নিবাস প্রকল্প উদ্ধোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মহিউদ্দিন আল হেলাল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সামছুরন্নাহার খান ডলি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাফর আহমেদ, উপজেলা প্রকৌশলী মকবুল আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (চলতি) মোঃ রফিকুল ইসলাম, বেতাগী সানকিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান ঝন্টুসহ উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন আল হেলাল বলেন, ‘উপজেলার অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য ১ কোটি ৭ লক্ষ ৪৮ হাজার ৯শত ৪৪ টাকা ব্যায়ে আটটি বীর নিবাস তৈরি করা হয়। মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উদ্ধোধনের মাধ্যমে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের বীর নিবাস হস্তান্তর করা হয়েছে।’