পটুয়াখালী মেডিকেল কলেজে সুইডিশ রাষ্ট্রদূত

- আপডেটের সময় : ১১:৩৪:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩
- / ৬০৯
এইচ এম মোশারেফ সুজনঃ অসুস্থ নবজাতকের নিবিড় পরিচর্যা ও চিকিৎসার মাধ্যমে মৃত্যুর হার কমিয়ে আনায় শেখ রাসেল বিশেষায়িত নবজাতক সেবা কেন্দ্রের ভূয়সী প্রশংসা করেছেন সুইডিশ রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ ফন লিন্ডে। প্রতি একশ জন অসুস্থ নবজাতকের মধ্যে, গড়ে ৯৬ জনকে সুস্থ করে তোলা হচ্ছে এই সেবা কেন্দ্রে। এটাকে তিনি চমৎকার বলে আখ্যা দিয়ে, স্কানু সংশ্লিষ্ট চিকিৎসক ও নার্সদের ধন্যবাদ জানান।
বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের শেখ রাসেল স্কানু পরিদর্শন করতে এসে এ মন্তব্য করেন তিনি।
এসময় তিনি শিশু সুরক্ষায় সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে বলেন, এসকল সেবা সমূহের তথ্য প্রান্তিক জনগোষ্ঠীকে পৌঁছাতে হবে। যাতে কোনো নবজাতক প্রাণ না হারায়। তার দেশের মানুষ সব সময়ই বাংলাদেশের জনগণের জন্য বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে এবং ভবিষ্যতে আরও দিবে বলে আশা ব্যক্ত করেন তিনি।
এসময় ইউনিসেফ বাংলাদেশের চীফ শেলডন ইয়েটসহ একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলকে স্কানু ঘুরিয়ে দেখান ও তথ্য উপাত্ত উপস্থাপন করেন ডাক্তার মোস্তাফিজুর রহমান ও সিদ্ধার্থ দাস।
বরিশাল বিভাগের মধ্যে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ইউনিসেফ বাংলাদেশ ও স্বাস্থ্য অধিদপ্তর যৌথভাবে শেখ রাসেল বিশেষায়িত নবজাতক সেবা কেন্দ্র নির্মাণ ও পরিচালনা করছে।