ভাটরা ইউনিয়নে জীবনকে ছাত্রলীগের সভাপতি করতে তৃণমূলে কর্মীদের দাবি

- আপডেটের সময় : ০৩:৪১:৫৩ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩
- / ১২৬৬
পারভেজ হোসাইন, রামগঞ্জ:
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলাধীন ১০নং ভাটরা ইউনিয়ন ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত হবে আগামী ১৫ জানুয়ারি। এই কর্মী সভাকে কেন্দ্র ইউনিয়ন নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। এদিকে কমিটির বর্তমান সাধারণ সম্পাদক মোঃ জীবন শেখকে সভাপতি হিসেবে দেখতে ইতিমধ্যে সামাজিক মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে প্রচার প্রচারণা শুরু হয়েছে।
ভাটরা ইউনিয়ন ছাত্রলীগের তৃণমূলের নেতাকর্মীরা বিভিন্ন মাধ্যমে জানান দিচ্ছেন এবারের নতুন কমিটিতে মোঃ জীবন শেখকে সভাপতি হিসেবে দেখতে চান।
তৃণমূলে কর্মীদের মধ্যে বিপ্লব ভূঁইয়া, নাঈম হোসেন, মোঃ শিহাব, শাওন, রিদয় হাজারী, আনোয়ার হোসেন, রাহুল, আরমান হোসেন সহ একাধিবার কর্মী জানান, জীবন শেখ একজন কর্মী বান্ধব নেতা। ইউনিয়ন ছাত্রলীগের গুরুত্বপূর্ন পদে জীবন শেখের বিকল্প নেই। আগামীতে ১০নং ভাটরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হিসেবেও দেখতে চান বলে জানান।
বর্তমান সাধারণ সম্পাদক ও সভাপতি প্রার্থী মোঃ জীবন শেখ জানান, পূর্বে আমার রাজনৈতিক হিসেব টেনে উপজেলা ছাত্রলীগ বিষয়টি বিবেচনা করবেন বলে আমি আশাবাদী। আমি গত ৫বছর ইউনিয়ন ছাত্রলীগের কমিটিতে থেকে সুখ, দুঃখে নেতাকর্মীদের পাশে ছিলাম। যেকোনো সিদ্ধান্ত পালনে আমি বদ্ধপরিকর ছিলাম। এছাড়াও জননেত্রী শেখ হাসিনার দেওয়া নৌকার প্রার্থীর পক্ষে কাজ করতে গিয়ে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি। আমি আশাবাদী উপজেলা ছাত্রলীগের বিচক্ষণতার সাথে ভাটরা ইউনিয়ন ছাত্রলীগকে এগিয়ে নিয়ে যেতে সঠিক পদক্ষেপ দিবেন।
উল্লেখ্য, ২০১২ সালে আগে ছাত্রলীগের কর্মী হয়ে কাজ শুরু করেন। এরপর প্রথম ইউনিয়নের ৬নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ধারাবাহিক দায়িত্ব পালন করার ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান জীবন শেখ। ঐ কমিটিতে এখনো সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন তিনি।
জীবন শেখ বর্তমানে নোয়াখালী কলেজে অধ্যায়নরত আছেন বলে জানিয়েছেন।