খুলনায় যুবককে দুইবার টিকা দেয়ার অভিযোগ
- আপডেটের সময় : ১১:৫৭:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১
- / ৬৯৯
শেখ নাসির উদ্দিন, খুলনা ব্যুরো প্রধানঃ খুলনা মহানগরীর টুটপাড়া এলাকার যুবক মোঃ রোকনুজ্জামান (৩৬) কে covid-19 টিকা দুই বার দেয়ার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে খুলনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের টিকা কেন্দ্রে তার বাম হাতে ‘দুটি টিকা দেন নার্সরা; এমনি অভিযোগ করেছেন তিনি। টিকা নেয়ার পর তিনি বলেন, দুপুরে টিকা দিতে কেন্দ্রে ঢুকে চেয়ারে বসলে এক নার্স জিজ্ঞাসা করেন হাইপ্রেসার আছে কি না? প্রেসার নেই জানালে ওই নার্স আমাকে টিকা পুশ করে কাগজ দিয়ে চলে যান।
এরপর অন্য একজন নার্স এসে আমাকে আবার টিকা দেন। আবার টিকা কেন দিলেন? জানতে চাইলে কোনো উত্তর না দিয়ে নার্সরা আমাকে হাসপাতাল থেকে বের হয়ে যেতে বলেন। পরে হাসপাতালে শুয়ে ছিলাম আমি।
খুলনা জেনারেল হাসপাতালের চিকিৎসক কাজী আবু রাশেদ বলেন, এটি বিচ্ছিন্ন ঘটনা। আজ টিকা কেন্দ্রে মানুষের চাপ ছিল। এক নার্স টিকা দেয়ার পরই আরেকজন দিয়েছেন। তবে টিকা নেয়া ব্যক্তি ভালো আছেন।
তিনি আরও বলেন, তাকে ২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয় হাসপাতালে। পরে দুপুরেই তার আত্মীয়-স্বজনের সাথে তিনি বাসায় চলে গেছেন। দু’দিন তাকে পর্যবেক্ষণে রাখা হবে। তিনি বর্তমানে সম্পূর্ণ সুস্থ আছেন। মোঃ রোকনুজ্জামান খুলনা টুটপাড়া এলাকার বাসিন্দা।
বি:দ্র: এর আগেও খুলনা সোনাডাঙ্গা ময়লাপোতায় গণ টিকায় এক মহিলাকেও দুইবার টিকা দেয়ার অভিযোগ ওঠে।


























