আটোয়ারীতে ট্রাক থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

- আপডেটের সময় : ০৯:৪১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২
- / ৭৩৫
মোঃ নাজমুল হক, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারীতে ট্রাক থেকে পড়ে বাবুল হক (৪৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল ১০ টার দিকে উপজেলার কলেজ মোড় এলাকার আদর্শ বিদ্যানিকেতন স্কুলের সামনে ওই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। বাবুল উপজেলার মির্জাপুর ইউনিয়নের কালিকাপুর, কলেজ মোর একালার মৃত নইমুদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই স্কুলের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাক থেকে সিমেন্ট আনলোড করার জন্য বাবুল ট্রাকের উপরে উঠেন। সিমেন্টের বস্তা মোড়ানো তিরপাল খোলার সময় পা পিছলে পড়ে যায়। পড়ে যাওয়ার সময় ট্রাকের পাশেই থাকা এক দেওয়ালের সাথে তার মাথা সজোড়ে ধাক্কা খেয়ে পাকা রাস্তার উপরে লুটিয়ে পড়ে। এমতাবস্থায়, সহকর্মীরা তাকে উদ্ধার করে আটোয়ারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ হুমায়ুন কবির তাকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে রেফার করেন। পরে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যেই বাবুল মারা যায়। মৃত্যু বাবুল হকের এক স্ত্রী ও ছেলে সন্তান রয়েছে।