ঢাকা ০৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

তিন শিল্পীর গান ‘পাই না তোকে’

নিউজ রুম
  • আপডেটের সময় : ০৬:১১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২
  • / ৬৫০

বিনোদন ডেস্কঃ প্রকাশ পেল এই সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী সোমনূর মনির কোনাল ও মুহাম্মদ মিলনের প্রথম দ্বৈত গানের ভিডিও ‘পাই না তোকে’। গানটির কথা লিখেছেন জামাল হোসেন। ইমরান মাহমুদুলের সুর ও সংগীতায়োজনে এর ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা।

গানটি প্রসঙ্গে গায়িকা কোনাল বলেন, ‘রঙ্গন মিউজিকের সাথে এটা দ্বিতীয় কাজ। ইমরান এ লিরিকের যে সুর করেছে তা অনবদ্য। আর সৈকত রেজার মিউজিক ভিডিও মানে অন্যরকম কিছু।’

মুহাম্মদ মিলন বলেন, ‘ইমরান ভাইয়ার সুর সংগীতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি গান গেয়েছি। এই গানে সাথে আছেন কোনাল আপু। আমি গানটি নিয়ে বেশ আশাবাদী।’

অন্যদিকে ইমরান বললেন, ‘একটা ভালো লিরিক একটা ভাল সুর সৃষ্টির উৎস। ভীষণ আনন্দ নিয়ে জামাল হোসেনের লিরিকটায় সুর করেছি। আশা করছি এ গান দর্শকদের আনন্দ দেবে’।

উল্লেখ্য, রবিবার (১১ সেপ্টেম্বর) ইউটিউবে রঙ্গন মিউজিক চ্যানেলে গানচিত্রটি উন্মুক্ত করা হয়েছে। এতে মিলনের সঙ্গে মডেল হয়েছেন পাপড়ি পায়েল।



নিউজটি শেয়ার করুন








তিন শিল্পীর গান ‘পাই না তোকে’

আপডেটের সময় : ০৬:১১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২

বিনোদন ডেস্কঃ প্রকাশ পেল এই সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী সোমনূর মনির কোনাল ও মুহাম্মদ মিলনের প্রথম দ্বৈত গানের ভিডিও ‘পাই না তোকে’। গানটির কথা লিখেছেন জামাল হোসেন। ইমরান মাহমুদুলের সুর ও সংগীতায়োজনে এর ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা।

গানটি প্রসঙ্গে গায়িকা কোনাল বলেন, ‘রঙ্গন মিউজিকের সাথে এটা দ্বিতীয় কাজ। ইমরান এ লিরিকের যে সুর করেছে তা অনবদ্য। আর সৈকত রেজার মিউজিক ভিডিও মানে অন্যরকম কিছু।’

মুহাম্মদ মিলন বলেন, ‘ইমরান ভাইয়ার সুর সংগীতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি গান গেয়েছি। এই গানে সাথে আছেন কোনাল আপু। আমি গানটি নিয়ে বেশ আশাবাদী।’

অন্যদিকে ইমরান বললেন, ‘একটা ভালো লিরিক একটা ভাল সুর সৃষ্টির উৎস। ভীষণ আনন্দ নিয়ে জামাল হোসেনের লিরিকটায় সুর করেছি। আশা করছি এ গান দর্শকদের আনন্দ দেবে’।

উল্লেখ্য, রবিবার (১১ সেপ্টেম্বর) ইউটিউবে রঙ্গন মিউজিক চ্যানেলে গানচিত্রটি উন্মুক্ত করা হয়েছে। এতে মিলনের সঙ্গে মডেল হয়েছেন পাপড়ি পায়েল।