অনলাইন লিটারেচার গ্রুপস ইউনিটি’র প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত

- আপডেটের সময় : ০৬:৪৮:২০ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২
- / ১১৭৮
রিপোর্ট- মাইনুদ্দিন আল আতিকঃ অনলাইন ভিত্তিক সাহিত্য সংগঠনগুলোর ঐক্যবদ্ধতার লক্ষ্যে গঠিত সংগঠন ‘অনলাইন লিটারেচার গ্রুপস ইউনিটি’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী ও লিটারেচার সদস্য সংগঠন সম্মাননা-২২ প্রদান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ মিলনায়তনে এ প্রতিষ্ঠাবার্ষিকী ও লিটারেচার সদস্য সংগঠন সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়।
চমৎকার পরিবেশে মনোমুগ্ধকর আবহে অনুষ্ঠিত এ আয়োজনে সংগঠনের সভাপতি কবি, সাহিত্যিক ও সাবেক যুগ্মসচিব ড. আমিনুর রহমান মোঃ তারেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম ও সদস্য এম আল মাহমুদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিমকোর্টের বিচারপতি এস এম মজিবুর রহমান। অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন কবি, সাহিত্যিক ও সমাজসেবী গুল আফোরজ আহমেদ।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক দেশজগতের সম্পাদক বহুগ্রন্থ প্রণেতা কবি মাহমুদুল হাসান নিজামী।
এছাড়াও আলোচনা করেন গবেষণামূলক সাপ্তাহিক পত্রিকা ধ্রুববাণী’র প্রধান উপদেষ্টা কবি মোহাম্মদ আলমগীর জুয়েল, কবি ও ছড়াকার আতিক হেলাল, কবি রফিকুল ইসলাম সাবুল, কবি ও গবেষক এস এম শাহনূর, কবি মুন্সি কবির হোসেন, কবি ও সংগঠক রুনা আকতার স্বপ্না, সাহিত্যানুরাগী ড. আলহাজ্ব শরীফ সাকি, কবি ও সমাজসেবী মজিবুর রহমান, কবি ইকবাল আহমেদ খান, কবি ও সংগঠক জহিরুল হক বিদ্যুৎ, কবি ও সংগঠক তাহেরা খাতুনসহ আরও অনেকে।
এর আগে অনুষ্ঠানে উপস্থিত হতে না পারা অনলাইন লিটারেচার গ্রুপস ইউনিটি’র পরিচালক জিয়াউদ্দীন জেইনের একটি প্রেরিত বক্তব্য পাঠ করে শোনানো হয়। সেখানে সংগঠনটির ইতিবৃত্ত তুলে ধরা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি সংগঠনটির ভূয়সী প্রশংসা করে বলেন, এমন আয়োজন অনলাইন ও অফলাইন সাহিত্যের বিস্তারে ভূমিকা রাখবে এবং সাহিত্যসেবীদের নতুন সৃষ্টির ক্ষেত্রে উৎসাহিত করবে। তিনি এমন আন্তরিক আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান এবং আগামীতে এ প্রক্রিয়া অব্যাহত রাখার আহ্বান জানান।
গুল আফরোজ আহমেদ তাঁর উদ্বোধনী ভাষণে নিজে উপস্থিত থাকতে পারায় সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন। প্রধান আলোচক তাঁর বক্তব্যে বাংলা সাহিত্যের নানা দিক ও অনলাইন লিটারেচার গ্রুপস ইউনিটি’র বিষয়ে দিক-নির্দেশনামূলক আলোচনা করেন।
এছাড়া আতিক হেলাল, মুন্সি কবির হোসেন, আলমগীর জুয়েল, ড. শরীফ সাকীসহ সকল বক্তাগণ এমন সুন্দর আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানের সভাপতি অনলাইন লিটারেচার গ্রুপস ইউনিটি’র সৃষ্টির কারণ ও এর কর্মকান্ড নিয়ে আলোচনা করেন এবং দেশের নানা প্রান্ত থেকে আগত সাহিত্যপিপাসুদের ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি টানেন।
অনুষ্ঠানে অনলাইন লিটারেচার গ্রুপস ইউনিটি দশজন বিশিষ্ট কবিকে লিটারেচার সম্মাননা-২০২২ প্রদান করে। এছাড়াও সকল সদস্য সংগঠন ও কিছু সংখ্যক সংগঠককে উৎসাহব্যঞ্জক সম্মাননা প্রদান করা হয়।
মহতি এ আয়োজনের সার্বিক ব্যাবস্থাপনার দায়িত্বে ছিলেন অনলাইন লিটারেচার গ্রুপস ইউনিটি’র প্রধান সমন্বয়ক কবি মোঃ বেল্লাল হাওলাদার ও সমন্বয়ক সাইফুর রহমান মিনা।
মিডিয়া পার্টনার হিসেবে পুরো অনুষ্ঠানটির লাইভ সম্প্রচার করা হয় সাপ্তাহিক ধ্রুববাণী’র অফিসিয়াল পেইজ থেকে।