ডাক বাংলা সাহিত্য একাডেমি’র প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত
- আপডেটের সময় : ০২:৩৭:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২
- / ৭১৪
রিপোর্ট- মাইনুদ্দিন আল আতিক : ডাক বাংলা সাহিত্য একাডেমি’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচাস্থ বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র স্টুডিও থিয়েটার মিলনায়তনে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি শ ম দেলোয়ার জাহানের সভাপতিত্বে কবি জাহানারা রেখা ও তাশনোভা তুসিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ সেক্টর কমান্ডার্স ফোরামের যুগ্ম মহাসচিব বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আবুল কালাম আজাদ।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক দেশজগত পত্রিকার সম্পাদক কবি মাহমুদুল হাসান নিজামী ও বিশিষ্ট অভিনেতা এবিএম সোহেল রশিদ। উদ্বোধক ছিলেন কবি ও সংগঠক মোঃ শিহাব রিফাত আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তবলা এন্ড ঢোল ফোরাম (লন্ডন)-এর চেয়ারম্যান ব্যারিস্টার পণ্ডিত সুদর্শন দাস, কবি ও সংগঠক মোসলেহ উদ্দিন, কথা সাহিত্যিক আমিনুল ইসলাম, গবেষণামূলক সাপ্তাহিক পত্রিকা ধ্রুববাণী’র প্রকাশক কবি মোঃ বেল্লাল হাওলাদার, কবি মোশাররফ হোসেন মুছা, কবি ও বাচিকশিল্পী জহিরুল হক বিদ্যুৎ, কবি আব্দুল হাকিম প্রমুখ।
সাহিত্যের এমন আসর নতুন লেখক সৃষ্টিতে ব্যাপক ভূমিকা রাখছে এবং এমন আয়োজনের প্রয়োজনীয়তা আছে বলে উল্লেখ করেন বক্তারা। এসময় আগত কবি-সাহিত্যিকদের উৎসাহিত করার লক্ষ্যে অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করা হয়।
সবশেষে আমন্ত্রিত কবি, সাহিত্যিক ও সাহিত্যানুরাগীদের মধ্যে সাহিত্যের পথে হাঁটার স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রদান করে উৎসাহিত করা হয়। পরে সভাপতি শ ম দেলোয়ার জাহানের সমাপনী বক্তব্যের মধ্যেদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। মিডিয়া পার্টনার হিসেবে পুরো অনুষ্ঠানটির লাইভ সম্প্রচার করা হয় সাপ্তাহিক ধ্রুববাণী’র অফিসিয়াল পেইজ থেকে।
























