খুলনা ২৩নং ওয়ার্ডে দুঃস্থদের মাঝে ইসলামী আন্দোলনের খাদ্য সামগ্রী বিতরণ

- আপডেটের সময় : ০৪:০১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১
- / ৬৩৭
শেখ নাসির উদ্দিন, খুলনা ব্যুরো: আজ বৃহস্পতিবার (২৯ জুলাই) সন্ধ্যা ৭ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৩ নং ওয়ার্ড সভাপতি মোঃ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ ।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, অপরিকল্পিত লকডাউনে সাধারণ কর্মজীবী খেটে-খাওয়া মানুষ, কর্মহীন হয়ে অসহায় হয়ে অভুক্ত জীবনযাপন করছে। সরকারের উচিত ছিলো অসহায় দের খাদ্যের ব্যবস্থ করে লকডাউন দেওয়া, অসহায় ছিন্নমূল মানুষের পাশে সকলকে সহযোগিতার মানুষিকতা নিয়ে এগিয়ে আসার আহবান জানান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি মুফতী মাহবুবুর রহমান, নগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দীন, সদর থানা সভাপতি আলহাজ্ব মোঃ আবু তাহের, সহ-সভাপতি আব্দুল মান্নান, সেক্রেটারী মুফতী শেখ আমীরুল ইসলাম, আবুল কালাম মৃধা, গাজী ফেরদাউস সুমন, ইঞ্জিনিয়ার হায়দার আলী, ইলিয়াস হোসেন, হাবিবুল্লাহ মেসবাহ, উসামা আবরার, সাব্বির আহমাদ শিবলী সহ ওয়ার্ড নেতৃবৃন্দ ।