লক্ষ্মীপুরে বিবাহের পরের দিন খেলতে গিয়ে যুবক নিখোঁজ

- আপডেটের সময় : ০২:৪৭:১৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১
- / ১১৫৯
মোঃ তারেক মাহমুদ, লক্ষ্মীপুর সদরঃ লক্ষ্মীপুর সদর উপজেলার ২০নং চররমনী মোহন ইউনিয়নের ৮নং ওয়ার্ড বুড়ির ঘাট নামক স্থানে বেলা ১২ টার দিকে ফুটবল খেলতে গিয়ে ফরিদ (২৪) নামের এক সদ্য বিবাহিত যুবক জোয়ারের পানিতে ডুবে তলিয়ে যায়।
স্থানীয়রা জানান, আজকে (২৪/০৭/২১ইং) ১২ টার দিকে ভাটা থাকা অবস্থায় চর মার্টিন এলাকা থেকে কিছু যুবক চররমনী ইউনিয়নের বুড়ির ঘাটের একটি চরে খাল ডিঙ্গিয়ে ফুটবল খেলতে যায়।
কিন্তু বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হওয়ার সাথে সাথে বাড়তে থাকে জোয়ারের পানি। জোয়ারের পানি লোকালয়ে ঢুকে পড়ে। এতে প্লাবিত হয় চররমনী ইউনিয়ের কয়েকটি গ্রাম ও সেই খেলার মাঠ সহ খাল। জোয়ারের পানি আসতে লাগলে, খাল ডিঙ্গিয়ে তার সাথের যুবকেরা পাড়ে উঠতে পারলেও, উঠতে পারেনি ফরিদ নামের সে যুবক। জোয়ারের পানিতে তলিয়ে যায় ফরিদ। দুপুর ১২ ঘটিকায় সে নিঁখোজ হলেও সন্ধ্যা অবধি খোঁজ মেলেনি তার। তার পরিবার ও এলাকার মানুষ অপেক্ষা করতেছে পাড়ে, কখন ভাটা নামবে আর খুঁজবে ফরিদকে।
স্থানীয় লোক মারফতে, তার বাবা মায়ের সাথে কথা বলে জানা যায়, ফরিদের বাড়ি কমলনগর উপজেলার চরমার্টিন এলাকায়। গতকাল রাতে তার বিবাহ সম্পন্ন হয়। কিন্তু আজকে বন্ধুদের সাথে বল খেলতে এসে ভাগ্যের নির্মম পরিহাসে হয়তো মৃত্যুবরণ করে সে।