কলাপাড়ায় ঈদ পরবর্তী কঠোর লকডাউনের ১ম দিনে ৯ জনের জরিমানা

নিউজ রুম
- আপডেটের সময় : ০৪:৪১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১
- / ৭৬৬
মোঃ নূরুল আমিন, বিশেষ প্রতিবেদকঃ পটুয়াখালীর কলাপাড়ায় ঈদ পরবর্তী কঠোর লকডাউনের ১ম সকালে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে বাসে যাত্রী পরিবহন করা এবং স্বাস্থ্যবিধি না মানায় যাত্রীবাহী বাস সেভেন ডিলাক্স পরিবহনের চালককে এক হাজার টাকাসহ মোট ৯ জনকে চার হাজার তিনশ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত কলাপাড়ার রজপাড়া, বাদুরতলী ও সদর রোড এলাকায় কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট জগৎবন্ধু মন্ডলের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।।
নিবার্হী ম্যাজিস্ট্রেট জগৎবন্ধু মন্ডল জানান, করোনা সংক্রমন রোধে সরকারি নির্দেশনা অনুযায়ী মোট ৯ জনকে ৯ টি মামলায় চার হাজার তিনশ টাকা জরিমানা করা হয়েছে। আগামী ১৪দিন তাদের এ
অভিযান চলমান থাকবে।