মহিপুরের মাইক্রো চালক মাহবুব সড়ক দুর্ঘটনায় নিহত, এলাকায় শোকের মাতম

- আপডেটের সময় : ০৩:২০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুলাই ২০২১
- / ৯৪০
মাহতাব হোসেন, মহিপুর প্রতিনিধিঃ পটুয়াখালীর মহিপুর থানা সদর ইউনিয়নের মোয়াজ্জেমপুর গ্রামের বাসিন্দা মোঃ দেলোয়ার হাওলাদারের ছোট ছেলে মাইক্রোবাস চালক দুই সন্তানের জনক মাহবুব হাওলাদার (২৮) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ জুলাই) বিকেল পৌনে ৩ টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ইমরুল হাসান (২৪) নামে একজন যাত্রীও নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন নিহত ইমরুলের মা লাইজু আক্তার।
জানা গেছে, মাইক্রো চালক মাহবুব মা-ছেলেসহ ২ জন যাত্রী নিয়ে কলাপাড়া থেকে বরিশাল যাওয়ার পথে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের শরীফ বাড়ি কালভার্ট এলাকায় এলে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা চালকসহ যাত্রীদের উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহবুব ও ইমরুলকে মৃত্যু ঘোষণা করেন এবং অপর যাত্রী লাইজু আক্তারকে চিকিৎসার জন্য ভর্তি দেন।
এদিকে মাইক্রো চালক মাহবুবের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে মুহূর্তেই। এতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বর্তমানে তার বাড়িতে চলছে শোকের মাতম। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার মৃত্যুতে শোক প্রকাশ করে বিভিন্ন স্ট্যাটাসও দিতে দেখা গেছে অনেককে।
এ রিপোর্ট লেখার পূর্ব পর্যন্ত তার লাশ পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে রয়েছে বলে জানা গেছে।