কলাপাড়ায় জোয়ারের পানিতে বেরি বাঁধ ফাটল ৫ গ্রামের মানুষ হুমকির মুখে

- আপডেটের সময় : ০৪:০৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৭ জুলাই ২০২২
- / ৬৪৮
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের চরবালিয়াতলী গ্রামের ৪৭/৪ নং পাল্ডারর প্রায় এক কিলােমিটার বেরিবাঁধ ক্ষত-বিক্ষত হওয়ার শংঙ্কায় ৫ গ্রাম মানুষের মাঝে চরম উদ্বেগ বিরাজ করছে। সাগর মােহনার রাবনাবাদ নদীর উত্তাল ঢেউ আছড়ে পরছে বাঁধের উপর।প্রতিদিন দুই দফা জােয়ারের ঢেউয়ের তান্ডবে বাধঁটি ৪ টি পয়েন্ট সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে । জরুরী ভিত্তিতে ভাঙ্গন প্রতিরােধ কার্যকরী ব্যবস্থা গ্রহনের দাবি জানান গ্রামবাসীরা।
স্থানীয়রা জানান,গত কয়েকদিন ধর পূর্ণিমার প্রভাব নদীর জােয়ারের সময় ঢেউয়ে বাঁধটি এমন অবস্থার সৃষ্টি হয়ছ। বার্তমান নদীর খরস্রত উত্তাল ঢেউ বাঁধের উপর আছড়ে পরছে। ক্ষত-বিক্ষত হয়ছ বাঁধের বিভিন পয়েন্ট। সবচেয় বশি বটগাছ সংলগ এলাকা ভাঙ্গন দখা দিয়ছে। এ বাঁধটি ছুটে গেলে চরবালিয়াতালী, লেমুপাড়া, বড় বালিয়াতলী, দীঘর বালিয়াতলী ও আমতলীপাড়া গ্রাম প্লাবিত হয় যাব। এর ফলে এসব গ্রামের মানুষরা পানিবন্ধি সহ আর্থিক ক্ষতিতে পরবে। এবার পূর্ণিমার জোয়ারের কারণে ওই চারটি স্থান পুরাপুরি বিধস্ত হওয়ার শংঙ্কায় রয়েছে এলাকাবাসী।
বাঁধ সংলগ্ন বাসিন্দা বাইজীদ বলেন, ঢেউয়ের তান্ডবে
প্রতিনিয়ত ভেঙ্গে যাছে এ বাঁধটি। এজন্য ভাঙ্গা পয়টগুলােতে গাছ কেটে ফালানাে হয়ছ। যাত ঢউ বাঁধগ্র¯ হয়। অপর এক বাসিদা কবির সরদার বলন, বঙ্গােবসাগর মুখশায় রামনাবাদ নদী পাড়ে চর বালিয়াতলী বেরিবাঁধ সংলগ্ন এলাকায় আমরা বসবাস করি। পূর্ণিমার জােয়ার রামনাবাদ নদীর ঢেউয়ের তান্ডবোর কারনে বাঁধ যে কাপন মুহুর্তে ভঙ্গে যেতে পারে। তখন আমাদের পানিতে ভাসতে হবে। তাই জরুরী ভিত্তিতে ভাঙ্গন প্রতিরােধ কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
স্থানীয় ইউপি সদস্য মাে.মোহসিন হাওলাদার বলেন, বাঁধটি এখন মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে।
বালিয়াতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাে.হুমায়ুন কবির বলেন, পানি উনয়ন বার্ডের কর্তৃপক্ষের সাথে এ ব্যাপারে কথা হয়েছে। তারা বলছেন বাঁধটি পরিদর্শন করবেন। এছাড়া এ বাঁধটি নিয়প উপজেলা পরিষদের মিটিংয়ে আলােচনা করছি।