আটোয়ারীতে হতদরিদ্রদের মাঝে সততা শান্তি সংঘ’র ঈদ সামগ্রী বিতরণ

- আপডেটের সময় : ১২:১৪:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২১ জুলাই ২০২১
- / ৯২৬
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলা সততা শান্তি সংঘের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপজেলার সুখের পুল মার্কেট এলাকায় রোজ মঙ্গলবার সততা শান্তি সংঘ নামের প্রতিষ্ঠানটি এই আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ৪নং রাধানগর ইউপি চেয়াম্যান মো. আবু জাহেদ, বিশেষ অতিথি হিসাবে ছিলেন- মো. মতিউর রহমান সদস্য, রাধানগর ইউনিয়ন পরিষদ আটোয়ারী; নারায়ণ চন্দ্র বর্মন (প্রবাল) প্রভাষক, আটোয়ারী আদর্শ মহিলা কলেজ; মো. ইউসুফ আলী, মো. হাসান আলি, সিদ্দিক রশিদুল এবং মো. নজরুল ইসলাম গ্রামণ ব্যাংক, রাধানগর শাখা আটোয়ারী।
আরও উপস্থিত ছিলেন সততা শান্তি সংঘের সভাপতি/ সাধারণ সম্পাদক সহ সংগঠনের সদস্যরা।
জানা গেছে, আটোয়ারীর বিভিন্ন এলাকার যুবকরা মিলে ২০০৩ সালে একটি সামাজিক উন্নয়ন সংগঠন গড়ে তোলেন। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি সমাজের অবহেলিত মানুষদের বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে। তারই ধারাবাহিকতায় এ বছর ঈদুল আযহার আনন্দ অসহায় হত-দরিদ্রদের মাঝে ভাগাভাগি করে দিতে, যারা এবারের ঈদে একটু ভালো মন্দ কিনে খেতে সক্ষম নন, এমন ১২০ পরিবারের হাতে ঈদ সামগ্রী তুলে দেয়া হয়।
এ প্রসঙ্গে অনুষ্ঠানের সভাপতি মো. জাকির বলেন, কিছু হতদরিদ্র মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে ঈদ উদযাপন করতে পারাই আমাদের এ আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতে আমরা আরও বড় পরিসরে সেবামূলক কাজ করে যেতে চাই।
ক্লাবের সাধারণ সম্পাদক মো. রুবেল ইসলাম (রিফাত) বলেন, দেশের বিভিন্ন সংগঠন গুলোর হতদরিদ্র মানুষদের সাহায্যে এগিয়ে আসা উচিত।