ঢাকা ০৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ভুল লেখা কবিতা : আনোয়ার হোসেন মিন্টু

নিউজ রুম
  • আপডেটের সময় : ০১:১৭:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১
  • / ৭৩২

কবিতা

ভুল লেখা কবিতা
আনোয়ার হোসেন মিন্টু

ইজি চেয়ারে বসে থাকা মানুষটি
কালো ফ্রেমের চশমা চোখে দিয়ে কবিতার
বইয়ে এখন আর কবিতার ব্যাখ্যা খুঁজে পায়না।
হাতড়ে বেড়ায় ডিকশনারির পাতা
সব যেনো ঘোলাটে লাগে আজ তার কাছে।

বুঝতে পারে বয়সের ভারটা তাকে আজ চেপে বসেছে, খনিক পর পর চোখেরও ক্লান্তি নেমে আসে নিজের অজান্তে।

তবুও সে দমে যাওয়ার মানুষ নয়
কোন একসময় তিনিও দাপিয়ে বেড়াতেন
কবিতা মাঠ ঘাটে, দাপটের বিচরন ছিলো তার।
আজ শুধু বলেন ভালো থেকো কবিতা
বিরাজ করো সকলের মনে
আমি হয়তো থাকবো না চলে যাবো অচেনা দেশে
শুধু পড়ে রবে আমার ভুল লেখা কবিতাগুলো।



নিউজটি শেয়ার করুন








ভুল লেখা কবিতা : আনোয়ার হোসেন মিন্টু

আপডেটের সময় : ০১:১৭:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১

ভুল লেখা কবিতা
আনোয়ার হোসেন মিন্টু

ইজি চেয়ারে বসে থাকা মানুষটি
কালো ফ্রেমের চশমা চোখে দিয়ে কবিতার
বইয়ে এখন আর কবিতার ব্যাখ্যা খুঁজে পায়না।
হাতড়ে বেড়ায় ডিকশনারির পাতা
সব যেনো ঘোলাটে লাগে আজ তার কাছে।

বুঝতে পারে বয়সের ভারটা তাকে আজ চেপে বসেছে, খনিক পর পর চোখেরও ক্লান্তি নেমে আসে নিজের অজান্তে।

তবুও সে দমে যাওয়ার মানুষ নয়
কোন একসময় তিনিও দাপিয়ে বেড়াতেন
কবিতা মাঠ ঘাটে, দাপটের বিচরন ছিলো তার।
আজ শুধু বলেন ভালো থেকো কবিতা
বিরাজ করো সকলের মনে
আমি হয়তো থাকবো না চলে যাবো অচেনা দেশে
শুধু পড়ে রবে আমার ভুল লেখা কবিতাগুলো।