বাঁধন-এর কক্সবাজার সরকারি কলেজ ইউনিটের নতুন কমিটি গঠিত

- আপডেটের সময় : ০৯:২৫:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১
- / ৭৩১
কক্সবাজার জেলা প্রতিনিধিঃ একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন; এই প্রতিপাদ্য নিয়ে পরিচালিত কেন্দ্রীয় বাঁধনের ১৩৯ তম ইউনিট হিসেবে ‘বাঁধন’ কক্সবাজার সরকারি কলেজ ইউনিটের নতুন কার্যকরী কমিটি ১৬ ই জুলাই ২০২১ইং, শুক্রবার, বিকাল ৩ টায় অনলাইনে জুমের মাধ্যমে ঘোষণা করা হয়।
বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর ২০২০ উপলক্ষে আয়োজিত অত্র অনলাইন সভার সঞ্চালনা করেন আবুল হাসেম (সাবেক সদস্য সচিব), উক্ত সভায় সভাপতিত্ব করেন বাঁধন কক্সবাজার সরকারি কলজের সাবেক আহ্বায়ক শহীদুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অধ্যাপক পার্থ সারথি সোম (ভাইস প্রিন্সিপাল, কক্সবাজার সরকারি কলেজ); বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে- মোহাম্মদ সামছু-দৌজা (উপ-সচিব, অতিরিক্ত শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়) ; মোঃ নাজিম উদ্দিন (সহকারী অধ্যাপক, উদ্ভিদবিদ্যা বিভাগ, কক্সবাজার সরকারি কলেজ) ; মিঠুন চক্রবর্তী (ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান, ইংরেজি বিভাগ, কক্সবাজার সরকারি কলেজ) ; কেন্দ্রীয় বাঁধন থেকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে- জাহিদুল ইসলাম অনিক (সাধারণ সম্পাদক, বাঁধন কেন্দ্রীয় পরিষদ, ঢাকা) ; দীপ্তি পোদ্দার ( তথ্য ও শিক্ষা সম্পাদক, বাঁধন কেন্দ্রীয় পরিষদ) ; মোঃ সালাহ উদ্দিন ( উপদেষ্টা, বাঁধন ঢাকা বিশ্ববিদ্যালয় জোনাল পরিষদ)।
উক্ত সভায় নতুন কার্যকরী পরিষদ ২০২১ ঘোষণা করেন- কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম অনিক। ১৭ সদস্যের কার্যকরী পরিষদে কেন্দ্রীয় পর্যবেক্ষক- শহীদুল ইসলাম (অর্থনীতি বিভাগ) সভাপতির দায়িত্ব অর্পণ করা হয়, আবুল হাসেম (উদ্ভিদবিদ্যা বিভাগ, কক্সবাজার সরকারি কলেজ), সহ-সভাপতি আবুল কালাম (অর্থনীতি বিভাগ), রেজাউল করিম ( হিসাব বিজ্ঞান বিভাগ), সাধারণ সম্পাদক মোহাম্মদ ছিদ্দিক ( অর্থনীতি বিভাগ), সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়া (উদ্ভিদবিদ্যা), সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম (অর্থনীতি বিভাগ), সহ সাংগঠনিক সম্পাদক মাসুদুল ইসলাম পারবেজ (উদ্ভিদবিদ্যা বিভাগ), কোষাধ্যক্ষ আসিফ হাসান (অর্থনীতি বিভাগ) দপ্তর সম্পাদক আব্দুর রহমান রাহি (অর্থনীতি বিভাগ ), প্রচার ও প্রকাশনা সম্পাদক আরিফ উল্লাহ ( অর্থনীতি বিভাগ), তথ্য ও শিক্ষা সম্পাদক, মরিয়ম ইসলাম (ইংরেজি বিভাগ), নির্বাহী সদস্য- ১.সাজ্জাদ হোসাইন সাজু (বিবিএস) ২.তানিয়া সুলতানা আলিয়া (হিসাব বিজ্ঞান বিভাগ) ৩.আব্দু শুক্কর (রাষ্ট্র বিজ্ঞান বিভাগ) ৪.মোবারাকা জান্নাত (অর্থনীতি বিভাগ) ৫. নাজমুল হাসান (অর্থনীতি বিভাগ)।
উক্ত সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ অত্র বাঁধন, কক্সবাজার সরকারি কলেজ ইউনিটের সার্বিক কার্যক্রমের প্রশংসা করেন ও যাবতীয় কার্যক্রমে পাশে থেকে সহযোগিতা করার আশ্বাস দেন।
সভাপতি আবুল হাসেম অত্র ইউনিটকে ভবিষ্যতে একটি মডেল ইউনিট হিসেবে রূপান্তর করার দৃঢ় প্রত্যয় ঘোষণা করেন। বাঁধন কক্সবাজার সরকারি কলেজ ইউনিট ধর্ম-বর্ণ-দল-মত নির্বিশেষে কক্সবাজারের সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।