সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়ার জানাজা ও দাফন সম্পন্ন

- আপডেটের সময় : ০৪:৩২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২
- / ৬৩১
মোঃ সুমন ইসলাম প্রামনিক, ডোমার নীলফামারী প্রতিনিধিঃ হাজারো মানুষকে কাঁদিয়ে চলে গেলেন নীলফামারীর ডোমার উপজেলা পরিষদের টানা দুইবারের সাবেক চেয়ারম্যান, প্রবীণ বর্ষীয়ান রাজনীতিবিদ, চিলাহাটির মুকুটহীন সম্রাট আব্দুর রাজ্জাক বসুনিয়া। মঙ্গলবার (১৭ই মে) সকাল ১১টায় উপজেলার চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এসময় অজস্র মানুষের ঢল নামে। চোখের অশ্রুতে সিক্ত করে ভালোবাসা সজ্জন ব্যক্তিকে শেষ বিদায় জানালো এলাকাবাসী। জানাজা শেষে নিজ পারিবারিক কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়েছে। অন্যান্যদের মধ্যে জানাজা নামাজে অংশগ্রহণ করেন—নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, নীলফামারী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, ডোমার উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, সিনিয়র সহ-সভাপতি মো. মনছুর আলী, সম্পাদক মণ্ডলীর সদস্য আবুল কালাম আজাদ, ২নং কেতকীবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রশিদুল ইসলাম রোমান, কেতকীবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম স্বাধীন প্রমূখ। উল্লেখ্য, গতকাল (সোমবার) দুপুরে ৬৮ বছর বয়সে এসে তার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আব্দুর রাজ্জাক বসুনিয়া। মৃত্যুকালে স্ত্রী ও এক সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেলেন তিনি।