সন্দেহজনক বোলিং অ্যাকশনে প্রশ্নবিদ্ধ জিম্বাবুইয়ান স্পিনার

- আপডেটের সময় : ০৩:০৭:২৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১
- / ৬৪৩
ইব্রাহিম খলিলুল্লাহ, ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি হেরেছে জিম্বাবুয়ে। হারের পরে আরও একটি দুঃসংবাদ পেল দলটি। ব্যাটিং অলরাউন্ডার ও স্পিনার রয় কাইয়ার বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ করা হয়েছে। তবে অভিযোগ পুনর্বিবেচনা না হওয়া পর্যন্ত বোলিং করতে কোনো বাধা নেই তার।
আন্তর্জাতিক ক্যারিয়ারে ৩টি টেস্ট ও ১টি ওয়ানডে ম্যাচ খেলেছেন কাইয়া। এখনো কোনো উইকেটের দেখা পাননি তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে কোনো সাফল্যের দেখা পাওয়ার আগেই প্রশ্নবিদ্ধ হলো তার বোলিং অ্যাকশন। বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচের অফিসিয়ালরা কাইয়ার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছেন।
ম্যাচ অফিসিয়ালদের অভিযোগের ভিত্তিতে এখন এই ডানহাতি স্পিনারের বাংলাদেশের বিপক্ষে ম্যাচের ভিডিও পর্যবেক্ষণ করে দেখবে আইসিসির অভিজ্ঞ প্যানেল। তারা পর্যবেক্ষণ করে প্রতিবেদন জমা না দেওয়া পর্যন্ত অবশ্য ২৯ বছর বয়সী কাইয়ার আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে কোনো বাধা নেই।
এই ডানহাতি স্পিনার বাংলাদেশের বিপক্ষে ম্যাচে প্রথম ইনিংসে ১০ ওভার বোলিং করে খরচ করেছিলেন ৪৩ রান। দ্বিতীয় ইনিংসে তার বোলিং আরও খারাপ হয়েছিল। ১৩ ওভারে ৬.৫০ ইকোনমিক রেটে খরচ করেন ৮৪ রান। ব্যাট হাতেও দুই ইনিংসেই তাসকিন আহমেদের শিকার হয়ে ০ রানে আউট হন।
জিম্বাবুয়ে ও বাংলাদেশের মধ্যকার ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সূচি :
১ম ওয়ানডে – ১৬ জুলাই – দুপুর দেড়টা
২য় ওয়ানডে – ১৮ জুলাই – দুপুর দেড়টা
৩য় ওয়ানডে – ২০ জুলাই – দুপুর দেড়টা
১ম টি-টোয়েন্টি – ২৩ জুলাই – বিকাল সাড়ে চারটা
২য় টি-টোয়েন্টি – ২৫ জুলাই – বিকাল সাড়ে চারটা
৩য় টি-টোয়েন্টি – ২৭ জুলাই – বিকাল সাড়ে চারটা