হরিরামপুরের বয়ড়া ইউনিয়নে করোনা প্রতিরোধক কমিটি গঠন

- আপডেটের সময় : ০১:২৬:২৫ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১
- / ৬৫৫
সাকিব আহমেদ, হরিরামপুর (মানিকগঞ্জ) : বৈশ্বিক মহামারী করোনাকালীন ক্রান্তীকালে করোনা ভাইরাস সংক্রামন রোধে মানিকগঞ্জের হরিরামপুরের বয়ড়া ইউনিয়নে করোনা প্রতিরোধে ১৯ সদস্য বিশিষ্ট একটি ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে।
এছাড়া প্রতিটি ওয়ার্ডের ইউপি সদস্যকে সভাপতি করে ৭ সদস্য বিশিষ্ট ওয়ার্ড কমিটিও গঠন করা হয়েছে বলে জানা গেছে।
গত ১৩’ই জুলাই বয়ড়া ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুর রহমান তুষারকে সভাপতি ও ইউপি সচিব মো. ইদ্রিস আলীকে সদস্য সচিব করে ইউনিয়ন কমিটি গঠন করা হয়।
কমিটিতে অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন, শিক্ষক, মসজিদের ইমাম, স্বাস্থ্যকর্মীসহ সকল ইউপি সদস্যবৃন্দ।
এ প্রসঙ্গে কমিটির সভাপতি ও বয়ড়া ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুর রহমান তুষার মুঠোফোনে জানান, করোনা সংক্রমন দিন বৃদ্ধিতে জনজীবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। হরিরামপুরে এক সপ্তাহে অর্ধশতকের বেশি মানুষ সংক্রমিত হয়েছে। তাই জনগণের মাঝে সচেতনতাবৃদ্ধি করতেই এ কমিটি গঠন করা হয়েছে। আজ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর কমিটির তালিকা প্রদান করা হবে বলে জানিয়েছে তিনি।