আজ ধ্রুববাণী’র উপদেষ্টার ছোট ছেলের শুভ জন্মদিন

নিউজ রুম
- আপডেটের সময় : ০৫:০৮:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২
- / ৬৬৯
বিশেষ প্রতিবেদক : জনপ্রিয় গবেষণামূলক পত্রিকা ধ্রুববাণী’র উপদেষ্টা ও সাউথ পপুলার ডায়াগনস্টিক ল্যাবের স্বত্বাধিকারী মোঃ মাহতাব হোসেন হাওলাদার-এর ছোট ছেলে মোহাম্মাদ আল মাহদী’র ১ম জন্মদিন আজ।
গত বছরের এই দিনে (১২ এপ্রিল ২০২১) পৃথিবীর আলো দেখেন সে। তার ১ম জন্মদিন উদযাপন উপলক্ষ্যে পরিবারের পক্ষ থেকে আজ তারাবীহ নামাজ শেষে করম আলী খান জামে মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। মাহদী’র জন্মদিনে সবার কাছে দোয়া চেয়েছেন তার বাবা মাহতাব হোসেন হাওলাদার।
মাহদী’র জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন ধ্রুববাণী’র সম্পাদক, প্রকাশকসহ সকল কলাকুশলীরা এবং তার সর্বাঙ্গীন জীবনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেছেন।