করোনা মহামারীর মাঝে ঘরে বসেই পাচ্ছেন আপনার পছন্দের কোরবানীর গরু

- আপডেটের সময় : ০২:১৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১
- / ৬২৭
মোঃ হাফিজুর রহমান, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় ২য় বারের মতো জেলা প্রশাসন, মৌলভীবাজার নিয়ে এলো অনলাইন পশু বিক্রির হাট, Smart – হাট।
জেলা প্রশাসক, মৌলভীবাজার মীর নাহিদ আহসানের উদ্যোগে ওয়েবসাইট ভিত্তিক অনলাইন পশু বিক্রির “Smart হাট” মঙ্গলবার (১৩ জুলাই ) শুভ উদ্বোধন করেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার জনাব মোঃ খলিলুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এবং মেয়র মৌলভীবাজার পৌরসভা। অনুষ্ঠানটি জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপপরিচালক (স্থানীয় সরকার), মৌলভীবাজার, মল্লিকা দে।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও শিক্ষা), মোঃ মেহেদী হাসান।
এ সময় আরও সংযুক্ত ছিলেন উপজেলা নির্বাহী অফিসারগণ, জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, জনপ্রতিনিধিগণ, উদ্যোক্তাগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।