লক্ষ্মীপুরে কথা কাটাকাটির জের ধরে মারামারি, আহত-৫

- আপডেটের সময় : ১২:২৪:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১
- / ৭৫৬
লক্ষ্মীপুর সদর উপজেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডে বিনোদ হাওলাদার বাড়িতে (যুব উন্নয়ন অধিদপ্তর সংলগ্ন) গত (৮/৭/২০২১) তারিখ রোজ বৃহস্পতিবার এশার নামাজের সময় মোঃ মোহন (পিতা- তোফায়েল) এর সাথে মোঃ সফিক নামের ব্যক্তির সাথে কাজের টাকার কথা নিয়ে সাধারণ বাকবিতন্ডা হয়। একসময় এটি হাতাহাতিতে পরিণত হয়।
সরেজমিনে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, মোঃ মোহন পার্শ্ববর্তী চাচাতো ভাই মোঃ শাকিল, পিতা- মৌফিজ ও বাপ্পি, পিতা- আতর আলি (রুহুল আমিন কমিশনার বাড়ি), হোসেন (খালু) সহ কয়েকজনকে কল দিয়ে ডেকে এনে সফিককে বেগতিক মার শুরু করে। তখন সফিকের ২ ছেলে ও পুত্রবধূ প্রতিহত করতে আসলে তারা তাদেরকে সহ মারা শুরু করে। সফিককে মেরে প্রায় মুমূর্ষ অবস্থা করে ফেললে কিছু লোকজন এসে উদ্ধার করে। সফিকের পুত্রবধূকেও মোঃ হোসেন সহ তার স্ত্রী রোকেয়াসহ বেগতিক মারধর করে। অন্য দিকে প্রতিহত করলে মোঃ হোসেন আহত হয়।
এমন সময় এলাকার কিছু লোকজন সফিক এর পুরো আহত পরিবারকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা করে। আহত সফিকের পরিবারকে রাতেই বাড়িতে নিয়ে আসে।
তারা জানান, রাতে তাদের আত্মীয় স্বজন তাদেরকে দেখতে আসলে, প্রতিপক্ষ এলাকার বাহিরের ক্যাডার বাহীনি নিয়ে আসে এবং হুমকি দেন। তারা আরো জানান, ওয়ার্ড কাউন্সিলরকে জানালে, তিনি বিষয়টা দেখবেন বলে জানিয়েছেন।