মহেশখালীতে চৌকিদারের বাড়ি থেকে দুস্থদের বরাদ্দের চাল উদ্ধার

নিউজ রুম
- আপডেটের সময় : ০৭:৪২:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১
- / ৭২১
মহেশখালী প্রতিনিধিঃ কক্সবাজারে মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের চৌকিদারের বাড়ি থেকে গতকাল ৩০ বস্তা চাল উদ্ধার করেছে মহেশখালী উপজেলা প্রশাসন।
চলতি মাসে লকডাউনের কারণে অসহায় গরীব ও দুস্থর জন্য ঈদ উপলক্ষে সরকার এই চাল বরাদ্দ করেছে। আর এই চাল সঠিকভাবে বন্টন না হয়ে চৌকিদার ও আমলারা আত্মসাৎ করছেন বলে অভিযোগ সচেতন মহলের।
স্থানীয় সচেতন লোকেরা বলেন, একজন চৌকিদারের বাসায় ৩০ বস্তা চাল পাওয়া গেলে, ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের বাসায় তল্লাশি বা অভিযান চালালে আরও বেশি চাল উদ্ধার হত।
মহেশখালীর প্রত্যেক ইউনিয়নে প্রত্যেক ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যসহ ইউনিয়ন পরিষদের সাথে জড়িত থাকা প্রত্যেকের বাড়িতে অভিযান চালানোর জন্য উপজেলা প্রশাসনকে আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।