সফলতা ব্যর্থতার অহংকার

- আপডেটের সময় : ০৩:৪৭:১৮ অপরাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১
- / ৬৫৭
যাহা দেখ তাহা
কেহ বলবে না আহা।
এতদিন ধরে করেছিলে যাহা
ব্যর্থতার চাপে সুযোগবাদী করবে হাহা।
স্বার্থপরতার দুনিয়ায়
মানুষ চেনা যায় ব্যর্থতায়।
বিশ্বাস করো কেউ দিতে আসবে না অভয়
নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে হবে তোমায়।
সফল বন্ধুর সাথে একদিন যেও ঘুরতে
তোমাকে কেউ বলবে না আন্তরিকভাবে বসতে।
চাহনিতেও খুঁজে পাবে ধিক্কার তার চোখেতে
তোমার কষ্টের গল্প সে চাইবে না শুনতে।
তুমি ডুবে আছো ব্যর্থতায়
তোমার কথা তার কাছে মেকি মনে হয়।
যতই থাকুক সত্যের বানী বর্ননায়
মানুষ সফলতাই চায়।
একবার হয়ে দেখাও সফল
তোমার মিথ্যার বানীও হবে না বিফল।
ভিতরে কর্মকাণ্ড যতই ভরপুর থাকুক মাকাল
সফলতার ছোঁয়া চাই আজকাল।
সফল হলেই পাবে তোষামোদীর বানী
আরে ভাই, আপনার সাথে আছে আমার কত স্মৃতিময় কাহিনী!
কতদিন হলো দেখিনা আপনার মুখখানি
আসেন ভাই, আসেন, দিবেন না ভালবাসার ছোঁয়াখানি?
ব্যর্থ হলে কে রাখে কার খবর!
ঘরের কোনে বসে একলা একলাই করতে হয় সবর!
হাত পেতে কামনা করে আল্লাহর নজর
এ সময় টিপ্পনী কাটে সমাজের কিছু দরবার!
ব্যর্থতার স্বাদ নিতে হবে একার
সফলতা সবার।
বুকের ভিতর বয়ে যায় হাহাকার
সফলতা সবার আবদার।
সফলতায় কিছু মানুষ ব্যস্ত থাকবে সোশ্যাল মিডিয়ায় করতে ভাইরাল!
ব্যর্থতায় নিজেকে করবেন আড়াল।
চারপাশে দেখতে পাবেন দেয়াল আর দেয়াল
জীবন নয় অতটা ফ্যাসাইল।
সফলতা এক বিশাল আত্মতৃপ্তির নাম
ততক্ষনে পিছনে খোঁচাতে থাকবে বদনাম।
নিজেকে প্রশ্ন করবেন,জীবনে কী করলাম?
সফলতার অনেক দাম।
পৃথিবীতে আপনি এসেছেন সফলভাবে
ব্যর্থতা কি আপনার শোভা পাবে?
উত্তর দিতে হবে আপনার জবাবে
ব্যর্থ হয়ে ঘুম কি সুখের হবে??
ব্যর্থতাকে পৃথিবীবাসী দেয় ধিক্কার
তুমি যতই করো চিৎকার।
তোমাকে করতেই হবে স্বীকার
সফলতা ব্যর্থতার অহংকার!!