আটোয়ারীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

- আপডেটের সময় : ০৩:১৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১
- / ৬৫২
মোঃ সইনুল রহমান আকাশ, পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ২০২০-২১ অর্থ বছরে চলতি মৌসুমে প্রনোদনা কর্মসূচির আওতায় রোপা আমন ধানের হাইব্রিড ও উফশী জাতের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জুন) সকালে আটোয়ারী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কার্যালয় ও কৃষক প্রশিক্ষণ কেন্দ্রের নতুন ভবন চত্বরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।
আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান এর সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বর্তমান কৃষিবান্ধব সরকারের প্রনোদনা পুনর্বাসন সম্পর্কে কৃষকদের উদ্দেশ্যে বক্তব্য রেখে বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন- আটোয়ারী উপজেলা ভাইস চেয়ারম্যান শাহজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, আটোয়ারী থানার (ওসি) মোঃ ইজার উদ্দীন, অতিরিক্ত কৃষি অফিসার নুরজাহান খাতুন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যানবৃন্দসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা ও উপকারভোগী কৃষকগণ।
অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহি অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান বলেন, দেশে খাদ্য স্বয়ংসম্পূর্ণতায় কৃষকদের অবদান অতুলনীয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে আটোয়ারী উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রনোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক মোট-৯৩০ জন কৃষকের মাঝে প্রনোদনা বিতরণ করা হয়েছে।
এদের মধ্যে ৬০০ জনের মাঝে প্রত্যেককে হাইব্রিড জাতের ধানের বীজ ২ কেজি, ডিএপি সার ২০ কেজি ও এমওপি সার ১০ কেজি করে এবং অপর ৩৩০ জনের মাঝে প্রত্যেককে উফশী জাতের ধরনের বীজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি এবং এমওপি সার ১০ কেজি করে বিতরণ করা হয়েছে।