টোয়াকের স্পেশাল ডে উপলক্ষে সংবাদ সম্মেলন

নিউজ রুম
- আপডেটের সময় : ০১:১০:৩৮ অপরাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১
- / ৬৪৯
রিপোর্ট- সোহেল মাহমুদ ॥ আগামী ১লা ডিসেম্বর ট্যুর অপারেটর এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে “টোয়াক স্পেশাল ডে” অনুষ্ঠিত হচ্ছে। ওইদিন কুয়াকাটায় আগত সকল ট্যুরিস্টদের জন্য পর্যটকদের সেবা করা ১৬টি পেশা দিচ্ছে ৬০ শতাংশ পর্যন্ত ছাড়।
বুধবার (৩ নভেম্বর) বিকেল ৪ টায় পটুয়াখালীর কুয়াকাটায় “কুয়াকাটা প্রেসক্লাব” মিলনায়তনে সংবাদ সম্মেলন করে “টোয়াক স্পেশাল ডে” উপলক্ষে লিখিত বক্তব্যের মাধ্যমে এ অনুষ্ঠানের পূর্ব প্রস্তুতি শুরু করেন টোয়াকের সেক্রেটারি জেনারেল আনোয়ার হোসেন আনু।
লিখিত বক্তব্যে তিনি জানান, ১লা ডিসেম্বর ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টোয়াকের সকল এজেন্সিগুলো কুয়াকাটায় পর্যটক বাড়ানোর লক্ষ্য নিয়ে পুরো নভেম্বর মাস ব্র্যান্ডিং করার উদ্যোগ নিয়েছে। ১ ডিসেম্বর ২০২১ পর্যটকদের জন্য স্পেশাল ডে উদযাপন করবে টোয়াক। এই দিন টোয়াকের সকল এজেন্সি ব্যবসায়ীক মুনাফা না নিয়ে শুধু মাত্র বিশেষ সুবিধা দিয়ে পর্যটকদের সেবা দিয়ে মুগ্ধ করার প্রতিজ্ঞা করেছেন।

এই দিন উপলক্ষে আবাসিক হোটেলগুলোতে ৬০%, ট্যুরিস্ট বোট বন ভ্রমনে ৬০%, খাবার হোটেল ২০%, স্ট্রিড ফুড ভেন্ডর ফুচকা চটপটি ২০%, ফিস ফ্রাই, ২০%, মটর বাইক ভ্রমন ৪০%, ছাতা বেঞ্চ ৫০%, স্পিড বোড, ৩০%, ফটোগ্রাফার ২৫%, ডাব বিক্রেতা ২৫%, শুটকী ব্যবসায়ী ২০% ওয়াটার বাইক ৩০% ডিসকাউন্ট সহ ইলিশ পার্ক এই দিনে ফ্রি প্রবেশ এবং অপরদিকে ট্যুর গাইড ফ্রি সার্ভিস ঘোষণা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ট্যুর অপারেটর এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার, সেক্রেটারি জেনারেল আনোয়ার হোসেন আনু, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, সাধারণ সম্পাদক কাজী সাঈদ প্রমুখ।