কুলাউড়ায় আইএফআইসি ব্যাংকের যাত্রা শুরু

- আপডেটের সময় : ১১:৪৩:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১
- / ৬৬৮
মোঃ হাফিজুর রহমান, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় আইএফআইসি ব্যাংকের উপ-শাখার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
মঙ্গলবার (২৯ জুন) দুপুর ২ টার সময় পৌর শহরের দক্ষিণবাজারস্থ একটি মার্কেটের ২য় তলায় এই ব্যাংকের উপ-শাখার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় উপ-শাখার ব্যবস্থাপক মো. মশিউর রহমানের সভাপতিত্বে ও শাখার সেলস্ এসোসিয়েট কর্মকর্তা আবুল সাঈদ রাফাতের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ।
অতিথি ছিলেন জাসদের কেন্দ্রীয় সাবেক নেতা গিয়াস উদ্দিন আহমদ, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সাংবাদিক শাকিল রশীদ চৌধুরী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম সবুজ।
পরে অতিথিরা ফিতা কেটে ব্যাংকের উপ-শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের কর্মকর্তা ও গ্রাহকরা উপস্থিত ছিলেন।