বাউফলে এসএসসি পরীক্ষার সিলেবাস কমানোর দাবিতে মানববন্ধন

- আপডেটের সময় : ০৫:২৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১
- / ৬৮৯
মোঃ রুবাইয়াত হক মেহেদী, পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে ২০২২ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস কমানোর দাবিতে মানববন্ধন করেছে উপজেলার বিভিন্ন স্কুলের আনুমানিক ৩০০ জন ছাত্র।
বাউফল উপজেলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে তারা। আজ ১৭ই অক্টোবর সকাল ৯টায় বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে মিছিল শুরু করে প্রেসক্লাবের সামনে অবস্থান নেয় ছাত্ররা।
প্রেসক্লাবের সামনে আনুমানিক দুই ঘণ্টা অবস্থান নেয় তারা। সাধারণ ছাত্রদের মধ্য থেকে মানববন্ধনে নেতৃত্ব দেন কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র মোহাম্মদ রেদওয়ান, মোহাম্মদ সুজন , মোহাম্মদ শাহজাহান-আবদুর রশিদ সরদার মাধ্যমিক বিদ্যালয়। সুদীপ্ত-আব্দুর রশিদ সরদার মাধ্যমিক বিদ্যালয়। সাধারণ ছাত্রদের পক্ষে তাসরিপ জানান ২০২১ সালের পরীক্ষার্থীরা মহামারী করোনার কারণে প্রায় দেড় বছর সময় পান এসএসসি পরীক্ষা দেয়ার জন্য। ২০২১ সালের এসএসসি পরীক্ষা আগামী ডিসেম্বরে হওয়ার কথা রয়েছে। সেখানে তাদের ৭০শতাংশ সিলেবাস কমানো হয়েছে।
কিন্তু ২০২২ সালের পরীক্ষার্থীদের পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে ফেব্রুয়ারি মাসে তাদের দাবি তারা মাত্র চার থেকে পাঁচ মাস সময় পেয়েছে এসএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য যা খুবই অল্প বলে জানায় তারা কিন্তু তাদের সিলেবাস কমানো হয় মাত্র ৩০ শতাংশ। যা তারা মানতে নারাজ এবং তারা সিলেবাস ৭০% কমানোর জোর দাবি জানায়।
এসময় সাধারন ছাত্ররা আরো বলে তাদের এ কর্মসূচির পর যদি তারা কোন আশানুরূপ ফল না পায় তাহলে আরও কঠোর আন্দোলনে যাওয়া হবে।