বাবা দিবসে ক্রিকেটারদের শুভেচ্ছা বার্তা

- আপডেটের সময় : ১২:৪৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১
- / ৭০৫
ইব্রাহিম খলিলুল্লাহ, ক্রীড়া প্রতিবেদক: আজ বিশ্ব বাবা দিবস। দিবসটি উপলক্ষে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম ভরসার প্রতীক মুশফিকুর রহিম জানিয়েছেন বাবাকে নিয়ে তার ভালোবাসার কথা। মুশফিক ছাড়াও তাসকিন, সাব্বির, মিরাজরাও বাবাদের নিয়ে ব্যক্ত করেছেন নিজ নিজ অনুভূতি।
প্রতি বছর জুন মাসের তৃতীয় রবিবার বিশ্বব্যাপী পালিত হয় বাবা দিবস। বাংলাদেশেও দিবসটি ঘিরে অন্যরকম আবহ তৈরি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে চোখ রাখলেই দেখা মিলছে বাবাদের নিয়ে সন্তানদের অব্যক্ত সব ভালোবাসার কথা। বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররাও এর বাইরে নয়।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমের বাবা মাহবুব হামিদ তারা। দেশ কিংবা দেশের বাইরে ছেলের খেলা দেখতে বাবা সবসময় উপস্থিত থাকেন গ্যালারিতে। বাবার উপস্থিতির ছেলে মুশফিককেও ভালো খেলতে যোগায় বাড়তি প্রেরণা।
বাবা দিবসে তাই মুশফিকুর রহিম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন , “মিরপুর, গ্যাবা কিংবা লর্ডস, আমার সুপার হিরো বাবা আমাকে এবং বাংলাদেশকে সাপোর্ট করতে সবসময় মাঠে উপস্থিত থাকেন। তার আশীর্বাদ আমাকে দেশের জন্য ভালো খেলতে সর্বদা অনুপ্রাণিত করে। বাবা, তোমাকে ভালোবাসি। বিশ্বের সকল বাবাকে জানাই বাবা দিবসের শুভেচ্ছা ।”
টাইগার গতি তারকা তাসকিন আহমেদের ক্রিকেট কিংবা ব্যক্তিগত জীবনের যেকোন বিষয়ে ছায়া হয়ে থাকেন বাবা আবদুর রশিদ। ২০১৭ সালে সৈয়দ রাবেয়া নাঈমার সঙ্গের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরের বছর পুত্র সন্তানের বাবা হন তাসকিন। আজ বাবা দিবস উপলক্ষে ছেলে ও বাবার একাধিক ছবি শেয়ার করে তিনি লেখেন, “বাবা দিবসের শুভেচ্ছা।”
অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ছেলের সাথে ছবি শেয়ার করে লেখেন, “বাবা আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার থেকে পাওয়া রহমত। যে ব্যক্তি একজন দয়ালু এবং ভালো পিতা, তিনি আমাদের জন্য আশীর্বাদ। আল্লাহ তাআলার কাছে বেঁচে থাকা এবং পরলোকগমন করা সকল পিতাদের জন্য দোয়া প্রত্যাশা করছি।”
এছাড়া হরহামেশাই বিতর্কে জড়িয়ে বাংলাদেশ ক্রিকেটের ব্যাডবয় তকমা পাওয়া সাব্বির রহমান নিজের ফেসবুক পেজে তার বাবার সাথে ছবি আপলোড করে লিখেছেন,
“সব বাবাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। বাবা দিবসের শুভেচ্ছা সকল বাবাদের।”