ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মহিপুরে সুশীলনের উদ্যোগে অসহায় নারীদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

মো. মাহতাব হাওলাদার
  • আপডেটের সময় : ০৩:০৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • / ৬১২

মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মহিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন এর উদ্যোগে এবং আইআরসি ও সিডা-এর সহযোগিতায় জলবায়ু সহনশীল সবজি উৎপাদনের লক্ষ্যে অসহায় ও নিম্নআয়ের নারীদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ১টায় মহিপুর ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রথম ধাপে ৪৭ জন ও দ্বিতীয় ধাপে ৫৩ জনসহ মোট প্রায় শতাধিক নারী উপকারভোগীকে বিভিন্ন কৃষি উপকরণ প্রদান করা হয়।

বিতরণকৃত উপকরণের মধ্যে ছিল—সিম, করলা, পুঁইশাক, কলমিশাক, বরবটি, কুমড়া, নেটজাল ও ১০ কেজি জৈব সারসহ বিভিন্ন সবজির বীজ ও কৃষি সামগ্রী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী ফজলু গাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান ইব্রাহিম খান, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আনু, সুশীলন কলাপাড়া উপজেলা সমন্বয়কারী মো. ফোরকান আহমেদ, সংবাদকর্মী আল-আমিন অনিক এবং মহিপুর ইউনিয়নের কমিউনিটি ফ্যাসিলিটেটর সাদিয়া সুলতানা প্রমুখ।

বক্তারা বলেন, ‘জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় নারীদের ঘরোয়া সবজি উৎপাদনে সম্পৃক্ত করা হচ্ছে, যাতে তারা খাদ্যে স্বনির্ভর হতে পারেন এবং পরিবারে অর্থনৈতিক সহায়তা দিতে পারেন।’ অনুষ্ঠান শেষে উপকারভোগীদের হাতে কৃষি উপকরণ তুলে দেন অতিথিরা।



নিউজটি শেয়ার করুন








মহিপুরে সুশীলনের উদ্যোগে অসহায় নারীদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

আপডেটের সময় : ০৩:০৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মহিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন এর উদ্যোগে এবং আইআরসি ও সিডা-এর সহযোগিতায় জলবায়ু সহনশীল সবজি উৎপাদনের লক্ষ্যে অসহায় ও নিম্নআয়ের নারীদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ১টায় মহিপুর ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রথম ধাপে ৪৭ জন ও দ্বিতীয় ধাপে ৫৩ জনসহ মোট প্রায় শতাধিক নারী উপকারভোগীকে বিভিন্ন কৃষি উপকরণ প্রদান করা হয়।

বিতরণকৃত উপকরণের মধ্যে ছিল—সিম, করলা, পুঁইশাক, কলমিশাক, বরবটি, কুমড়া, নেটজাল ও ১০ কেজি জৈব সারসহ বিভিন্ন সবজির বীজ ও কৃষি সামগ্রী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী ফজলু গাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান ইব্রাহিম খান, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আনু, সুশীলন কলাপাড়া উপজেলা সমন্বয়কারী মো. ফোরকান আহমেদ, সংবাদকর্মী আল-আমিন অনিক এবং মহিপুর ইউনিয়নের কমিউনিটি ফ্যাসিলিটেটর সাদিয়া সুলতানা প্রমুখ।

বক্তারা বলেন, ‘জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় নারীদের ঘরোয়া সবজি উৎপাদনে সম্পৃক্ত করা হচ্ছে, যাতে তারা খাদ্যে স্বনির্ভর হতে পারেন এবং পরিবারে অর্থনৈতিক সহায়তা দিতে পারেন।’ অনুষ্ঠান শেষে উপকারভোগীদের হাতে কৃষি উপকরণ তুলে দেন অতিথিরা।