ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

‘আলীপুর বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে’

মো. মাহতাব হাওলাদার
  • আপডেটের সময় : ১০:০৬:২৩ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • / ৬০৭

মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধিঃ তফসিল অনুযায়ী যথাসময়ে আলীপুর বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। তারা বলেছেন, ‘নির্বাচন বন্ধ হচ্ছে’ বা ‘নির্বাচন পরিচালনা কমিটি অনিয়ম করছে’—এ ধরনের খবর সম্পূর্ণ বানোয়াট, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত।

রোববার (১২ অক্টোবর) বিকেল সাড়ে তিনটায় আলীপুর বাজারে নির্বাচন পরিচালনা কমিটির অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে কমিটির মুখপাত্র মুফতি হাবিবুর রহমান মিছবাহ এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, তফসিল অনুযায়ী নির্বাচন কার্যক্রম চলছে এবং আগের সিদ্ধান্ত অনুযায়ীই ভোট অনুষ্ঠিত হবে। যারা নির্বাচন নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে, তারা মূলত নির্বাচনী প্রক্রিয়া বানচাল করতে চাচ্ছে।

কমিটির আহ্বায়ক মো. খলিলুর রহমান ও সদস্যসচিব মো. হাবিবুর রহমান যৌথ বিবৃতিতে বলেন, আলীপুর বাজার একটি ঐতিহ্যবাহী বন্দর ও গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কেন্দ্র। ব্যবসায়ীদের সংগঠিত ও শৃঙ্খলাবদ্ধ রাখতেই এই কমিটি গঠন করা হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) গত ১২ সেপ্টেম্বর ১১ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি অনুমোদন করেন, যা রেজুলেশনের মাধ্যমে নিয়মতান্ত্রিকভাবে কার্যক্রম পরিচালনা করছে।

তারা আরও জানান, গত ৯ অক্টোবর বৃহস্পতিবার নির্বাচনের তফসিল ঘোষণা করেন উপজেলা শিক্ষা অফিসার ও নিয়োগপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার মনিরুজ্জামান খান।

তফসিল ঘোষণার পর একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমে ‘নির্বাচন হবে না’ এবং ‘ইউএনও মহোদয়ের অনুমোদন ছাড়াই নির্বাচন করা হচ্ছে’ বলে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেন তারা।

কমিটির নেতৃবৃন্দ স্পষ্ট করে বলেন, আমরা কোনো সমিতির নির্বাচন করছি না—এটি বাজার ব্যবসায়ী কমিটি গঠনের নির্বাচন। কোথাও ‘সমিতি নির্বাচন’ শব্দ ব্যবহার করা হয়নি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্যসচিব হাবিবুর রহমান, মোশাররফ খান, কবির হাওলাদার, কাওসার মনির প্রমুখ।

ব্যবসায়ীদের উদ্দেশ্যে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বান—কোনো ধরনের অপপ্রচারে কান না দিয়ে যোগ্য প্রার্থীকে ভোট দিন এবং সুষ্ঠু নির্বাচনে অংশ নিন।



নিউজটি শেয়ার করুন








‘আলীপুর বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে’

আপডেটের সময় : ১০:০৬:২৩ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫

মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধিঃ তফসিল অনুযায়ী যথাসময়ে আলীপুর বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। তারা বলেছেন, ‘নির্বাচন বন্ধ হচ্ছে’ বা ‘নির্বাচন পরিচালনা কমিটি অনিয়ম করছে’—এ ধরনের খবর সম্পূর্ণ বানোয়াট, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত।

রোববার (১২ অক্টোবর) বিকেল সাড়ে তিনটায় আলীপুর বাজারে নির্বাচন পরিচালনা কমিটির অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে কমিটির মুখপাত্র মুফতি হাবিবুর রহমান মিছবাহ এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, তফসিল অনুযায়ী নির্বাচন কার্যক্রম চলছে এবং আগের সিদ্ধান্ত অনুযায়ীই ভোট অনুষ্ঠিত হবে। যারা নির্বাচন নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে, তারা মূলত নির্বাচনী প্রক্রিয়া বানচাল করতে চাচ্ছে।

কমিটির আহ্বায়ক মো. খলিলুর রহমান ও সদস্যসচিব মো. হাবিবুর রহমান যৌথ বিবৃতিতে বলেন, আলীপুর বাজার একটি ঐতিহ্যবাহী বন্দর ও গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কেন্দ্র। ব্যবসায়ীদের সংগঠিত ও শৃঙ্খলাবদ্ধ রাখতেই এই কমিটি গঠন করা হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) গত ১২ সেপ্টেম্বর ১১ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি অনুমোদন করেন, যা রেজুলেশনের মাধ্যমে নিয়মতান্ত্রিকভাবে কার্যক্রম পরিচালনা করছে।

তারা আরও জানান, গত ৯ অক্টোবর বৃহস্পতিবার নির্বাচনের তফসিল ঘোষণা করেন উপজেলা শিক্ষা অফিসার ও নিয়োগপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার মনিরুজ্জামান খান।

তফসিল ঘোষণার পর একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমে ‘নির্বাচন হবে না’ এবং ‘ইউএনও মহোদয়ের অনুমোদন ছাড়াই নির্বাচন করা হচ্ছে’ বলে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেন তারা।

কমিটির নেতৃবৃন্দ স্পষ্ট করে বলেন, আমরা কোনো সমিতির নির্বাচন করছি না—এটি বাজার ব্যবসায়ী কমিটি গঠনের নির্বাচন। কোথাও ‘সমিতি নির্বাচন’ শব্দ ব্যবহার করা হয়নি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্যসচিব হাবিবুর রহমান, মোশাররফ খান, কবির হাওলাদার, কাওসার মনির প্রমুখ।

ব্যবসায়ীদের উদ্দেশ্যে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বান—কোনো ধরনের অপপ্রচারে কান না দিয়ে যোগ্য প্রার্থীকে ভোট দিন এবং সুষ্ঠু নির্বাচনে অংশ নিন।