ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পুনঃতফসিল দাবি অভিভাবকদের

কাউনিয়ায় সাব্দী আলিম মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন নিয়ে বিতর্ক

নিউজ রুম
  • আপডেটের সময় : ০৩:২৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • / ৬৬৯

কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়া উপজেলার শহীদবাগে অবস্থিত সাব্দী আলিম মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচনকে ঘিরে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে গোপনে তফসিল ঘোষণা করে অভিভাবকসহ তিনটি পদে নয়জনকে মনোনয়ন ফরম সংগ্রহের সুযোগ দেওয়া হয়েছে।

অভিভাবক ও স্থানীয়দের অভিযোগ, প্রচার-প্রচারণা, ভোটার তালিকা প্রকাশ বা নোটিশ টাঙানো ছাড়াই প্রহসনের মাধ্যমে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। এ কারণে তফসিল বাতিল ও নতুন করে পুনঃতফসিল ঘোষণার দাবি জানিয়ে তারা উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

এ ঘটনায় এলাকাবাসী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। মাদ্রাসার শিক্ষা কার্যক্রম নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে অভিযোগকারীরা জানিয়েছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবতেদায়ী, দাখিল ও আলিম শাখা মিলে সংরক্ষিত মহিলা সদস্যসহ চারজন অভিভাবক সদস্য, একজন দাতা সদস্য এবং সংরক্ষিত মহিলা সদস্যসহ চারজন শিক্ষক প্রতিনিধির মনোনয়নপত্র জমা হয়েছে। নির্বাচনের প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. তাহের আলী।

তিনি বলেন, “বিধি মোতাবেক গভর্নিং বডি গঠনের পরামর্শ দেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে মাদ্রাসায় গিয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে কথা বলেছি। ইউএনও মহোদয়ের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

অভিভাবক মো. মজিদুল ইসলাম অভিযোগ করে বলেন, “এটা পুরোপুরি প্রহসনের নির্বাচন। কাগজে-কলমে গোপনে কমিটি গঠন করা হচ্ছে। কোন অভিভাবককে কিছু জানানো হয়নি। অধ্যক্ষ সাহেব বিধিবহির্ভূতভাবে অনিয়মের সঙ্গে জড়িত। ঘোষিত তফসিল বাতিল করে নতুন করে পুনঃতফসিল ঘোষণা করতে হবে।”

অভিযোগ অস্বীকার করে মাদ্রাসার অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ বলেন, “গভর্নিং বডি নির্বাচন নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে নোটিশ দেওয়া হয়েছে। সকল বিধি মেনে তফসিল ঘোষণা করা হয়েছে। স্বনামধন্য মাদ্রাসার সুনাম ক্ষুণ্ন করতে একটি মহল মিথ্যা অভিযোগ করছে।”

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মহিদুল হক জানান, “সাব্দী আলিম মাদ্রাসার কমিটি এখনো অনুমোদন হয়নি। গোপনে গভর্নিং বডি নির্বাচন নিয়ে অভিভাবকদের লিখিত অভিযোগের প্রেক্ষিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”

স্থানীয়রা মনে করছেন, তদন্তের মাধ্যমে সত্যতা প্রমাণ হলে মাদ্রাসার শিক্ষা কার্যক্রমের স্বচ্ছতা ও সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করা সম্ভব হবে।



নিউজটি শেয়ার করুন








পুনঃতফসিল দাবি অভিভাবকদের

কাউনিয়ায় সাব্দী আলিম মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন নিয়ে বিতর্ক

আপডেটের সময় : ০৩:২৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়া উপজেলার শহীদবাগে অবস্থিত সাব্দী আলিম মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচনকে ঘিরে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে গোপনে তফসিল ঘোষণা করে অভিভাবকসহ তিনটি পদে নয়জনকে মনোনয়ন ফরম সংগ্রহের সুযোগ দেওয়া হয়েছে।

অভিভাবক ও স্থানীয়দের অভিযোগ, প্রচার-প্রচারণা, ভোটার তালিকা প্রকাশ বা নোটিশ টাঙানো ছাড়াই প্রহসনের মাধ্যমে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। এ কারণে তফসিল বাতিল ও নতুন করে পুনঃতফসিল ঘোষণার দাবি জানিয়ে তারা উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

এ ঘটনায় এলাকাবাসী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। মাদ্রাসার শিক্ষা কার্যক্রম নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে অভিযোগকারীরা জানিয়েছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবতেদায়ী, দাখিল ও আলিম শাখা মিলে সংরক্ষিত মহিলা সদস্যসহ চারজন অভিভাবক সদস্য, একজন দাতা সদস্য এবং সংরক্ষিত মহিলা সদস্যসহ চারজন শিক্ষক প্রতিনিধির মনোনয়নপত্র জমা হয়েছে। নির্বাচনের প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. তাহের আলী।

তিনি বলেন, “বিধি মোতাবেক গভর্নিং বডি গঠনের পরামর্শ দেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে মাদ্রাসায় গিয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে কথা বলেছি। ইউএনও মহোদয়ের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

অভিভাবক মো. মজিদুল ইসলাম অভিযোগ করে বলেন, “এটা পুরোপুরি প্রহসনের নির্বাচন। কাগজে-কলমে গোপনে কমিটি গঠন করা হচ্ছে। কোন অভিভাবককে কিছু জানানো হয়নি। অধ্যক্ষ সাহেব বিধিবহির্ভূতভাবে অনিয়মের সঙ্গে জড়িত। ঘোষিত তফসিল বাতিল করে নতুন করে পুনঃতফসিল ঘোষণা করতে হবে।”

অভিযোগ অস্বীকার করে মাদ্রাসার অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ বলেন, “গভর্নিং বডি নির্বাচন নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে নোটিশ দেওয়া হয়েছে। সকল বিধি মেনে তফসিল ঘোষণা করা হয়েছে। স্বনামধন্য মাদ্রাসার সুনাম ক্ষুণ্ন করতে একটি মহল মিথ্যা অভিযোগ করছে।”

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মহিদুল হক জানান, “সাব্দী আলিম মাদ্রাসার কমিটি এখনো অনুমোদন হয়নি। গোপনে গভর্নিং বডি নির্বাচন নিয়ে অভিভাবকদের লিখিত অভিযোগের প্রেক্ষিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”

স্থানীয়রা মনে করছেন, তদন্তের মাধ্যমে সত্যতা প্রমাণ হলে মাদ্রাসার শিক্ষা কার্যক্রমের স্বচ্ছতা ও সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করা সম্ভব হবে।