কুয়াকাটায় খাসজমি ভরাটে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড

- আপডেটের সময় : ১১:৪১:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
- / ৫৬৯
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কুয়াকাটায় গঙ্গামতি লেকের পাশের পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নিয়ন্ত্রিত খাসজমি ভরাটের অভিযোগে বাদল সরদার (৩৫) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীন সাদেকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন। এ সময় বালু উত্তোলনের জন্য ব্যবহৃত প্রায় ৭৫০ ফিট পাইপ ভেঙে ফেলা হয় এবং অবৈধ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
স্থানীয়রা জানান, ধোলাই মার্কেটের পূর্বদিকে পাউবোর বেড়িবাঁধের রিভার সাইটে অবস্থিত লেক ও ম্যানগ্রোভ বনাঞ্চল ভরাট করে দখলের চেষ্টা চলছিল। গত তিন রাত ধরে একটি মহল রাতের আঁধারে বালু ভরাট করে লেক দখলের প্রক্রিয়া চালাচ্ছিল। এতে লেকের প্রাকৃতিক সৌন্দর্য ও ম্যানগ্রোভ বনাঞ্চলের ক্ষতি হচ্ছিল।
এদিকে পরিবেশকর্মীরা জানান, সাগরঘেঁষা সংরক্ষিত বনাঞ্চল উজাড় ও খাল-বিল দখলের পাশাপাশি লেক ভরাটের এই তাণ্ডব পরিবেশের জন্য মারাত্মক হুমকি তৈরি করছে। তারা এ ধরনের পরিবেশবিনাশী কর্মকাণ্ড রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।