ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আটোয়ারীতে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিউজ রুম
  • আপডেটের সময় : ০৮:৩৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • / ৬৪৬

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) বিকেল ৪টায় উপজেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে উপজেলা সদরে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাসুদ পারভেজ।‌ প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম দুলাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. মনিরুজ্জামান মানিক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান মানিক এবং উপজেলা বিএনপির সাবেক সদস্য ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. শাহাজাহান।‌ এছাড়াও যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা স্বেচ্ছাসেবক দলের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরে বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি গণতন্ত্র পুনরুদ্ধার ও দলীয় আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখে আসছে। ভবিষ্যতেও দলকে আরও সুসংগঠিত করে গণতন্ত্রের লড়াইয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।



নিউজটি শেয়ার করুন








আটোয়ারীতে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেটের সময় : ০৮:৩৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) বিকেল ৪টায় উপজেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে উপজেলা সদরে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাসুদ পারভেজ।‌ প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম দুলাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. মনিরুজ্জামান মানিক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান মানিক এবং উপজেলা বিএনপির সাবেক সদস্য ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. শাহাজাহান।‌ এছাড়াও যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা স্বেচ্ছাসেবক দলের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরে বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি গণতন্ত্র পুনরুদ্ধার ও দলীয় আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখে আসছে। ভবিষ্যতেও দলকে আরও সুসংগঠিত করে গণতন্ত্রের লড়াইয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।