পটুয়াখালীতে ওয়ার্ড বিএনপির সভাপতি রাজ্জাকের আয়োজনে আনন্দ র্যালি

- আপডেটের সময় : ০৯:০৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
- / ৮১২
নিজস্ব প্রতিবেদকঃ পটুয়াখালী পৌর বিএনপির ৭ নম্বর ওয়ার্ড সভাপতি খন্দকার রাজ্জাকের আয়োজনে এবং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি শফিকুল আলম মিলন ও প্রচার সম্পাদক শহিদুল ইসলাম শাহীন-এর নেতৃত্বে জেলা বিএনপি ঘোষিত বিজয় মিছিলে অংশগ্রহণ করে পৌর বিএনপির নেতাকর্মীরা।
মিছিলে অংশগ্রহণ করেন পৌর বিএনপির সদস্য মাসুম মৃধা, মোহাম্মদ বাবলু, সোলায়মান খান, নুরুল ইসলাম মৃধা, শাহিন মিয়া, শাহাদাত হোসেন, তুহিন মৃধা সহ অন্যান্য নেতৃবৃন্দ।
২০২৪ সালের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার একদফা দাবির মুখে টিকতে না পেরে গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন ফ্যাসিস্ট সরকার দেশত্যাগে বাধ্য হয়। স্বৈরাচার পতনের প্রথম দিবস ও বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ আনন্দ র্যালির আয়োজন করে পটুয়াখালী জেলা বিএনপি।
বুধবার, ৬ আগস্ট সকাল ১০টায় পটুয়াখালীর ঝাউতলা সংলগ্ন সার্কিট হাউসের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নৌ লঞ্চঘাটে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
র্যালির প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক মজিবুর রহমান টোটন, সাবেক কমিটির সদস্য মোস্তাক আহমেদ পিনু, সাবেক প্রচার সম্পাদক মিজানুর রহমান, সদর উপজেলা বিএনপির সভাপতি মাহবুব কাজী, পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কবির হোসেন প্রমুখ।
এছাড়াও র্যালিতে জেলা যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্রদল, মহিলা দলসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।