ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মহিপুরে যুব অধিকার পরিষদ নেতার পদত্যাগ

নিউজ রুম
  • আপডেটের সময় : ০৫:১৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • / ৬৬৬

মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধিঃ বাংলাদেশ যুব অধিকার পরিষদ মহিপুর থানা শাখার সাধারণ সম্পাদক মো. রিপন সাব্বির সংগঠনের সকল দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।

শনিবার (২৬ জুলাই) দুপুরে তিনি নিজেই পদত্যাগের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। এর আগে গত ২৪ জুলাই তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন পটুয়াখালী জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর।

পদত্যাগপত্রে রিপন সাব্বির উল্লেখ করেন, ব্যক্তিগত কারণেই তিনি বাংলাদেশ যুব অধিকার পরিষদ মহিপুর থানা শাখার সাধারণ সম্পাদক পদসহ সকল রাজনৈতিক কার্যক্রম থেকে সরে দাঁড়াচ্ছেন। তিনি বলেন, ‘দলের প্রতি সম্মান রেখেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি।’

তাঁর এই পদত্যাগে স্থানীয় রাজনৈতিক মহলে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে সংগঠনের বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন তিনি। হঠাৎ পদত্যাগে অনেকেই বিস্মিত। তবে এখন পর্যন্ত যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কিংবা জেলা পর্যায় থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

মহিপুর থানা যুব অধিকার পরিষদের সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, ‘রিপন সাব্বিরের পদত্যাগপত্র জেলা কমিটিতে পাঠানো হয়েছে। সিদ্ধান্ত নেওয়ার জন্য কিছুটা সময় নেওয়া হচ্ছে।’

এ বিষয়ে জানতে পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহমানকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।



নিউজটি শেয়ার করুন



মহিপুরে যুব অধিকার পরিষদ নেতার পদত্যাগ

আপডেটের সময় : ০৫:১৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫

মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধিঃ বাংলাদেশ যুব অধিকার পরিষদ মহিপুর থানা শাখার সাধারণ সম্পাদক মো. রিপন সাব্বির সংগঠনের সকল দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।

শনিবার (২৬ জুলাই) দুপুরে তিনি নিজেই পদত্যাগের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। এর আগে গত ২৪ জুলাই তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন পটুয়াখালী জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর।

পদত্যাগপত্রে রিপন সাব্বির উল্লেখ করেন, ব্যক্তিগত কারণেই তিনি বাংলাদেশ যুব অধিকার পরিষদ মহিপুর থানা শাখার সাধারণ সম্পাদক পদসহ সকল রাজনৈতিক কার্যক্রম থেকে সরে দাঁড়াচ্ছেন। তিনি বলেন, ‘দলের প্রতি সম্মান রেখেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি।’

তাঁর এই পদত্যাগে স্থানীয় রাজনৈতিক মহলে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে সংগঠনের বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন তিনি। হঠাৎ পদত্যাগে অনেকেই বিস্মিত। তবে এখন পর্যন্ত যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কিংবা জেলা পর্যায় থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

মহিপুর থানা যুব অধিকার পরিষদের সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, ‘রিপন সাব্বিরের পদত্যাগপত্র জেলা কমিটিতে পাঠানো হয়েছে। সিদ্ধান্ত নেওয়ার জন্য কিছুটা সময় নেওয়া হচ্ছে।’

এ বিষয়ে জানতে পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহমানকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।