ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কুয়াকাটা পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা

নিউজ রুম
  • আপডেটের সময় : ০৯:৪০:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • / ৬০৬
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ও ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ জুলাই) সকাল ১০টায় কুয়াকাটা পৌরসভা হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ইয়াসীন সাদেক। সভায় পৌরসভার নগর সমন্বয় কমিটি (টিএলসিসি) এর সদস্যরা, জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিক, সাংবাদিক, শিক্ষক, ধর্মীয় নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হয় ৫১ কোটি ১৫ লাখ ৬ হাজার ১৬০ টাকা আয় ও ৪২ কোটি ৫৩ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ের লক্ষ্যমাত্রা নিয়ে। এতে সমাপনী স্থিতি ধরা হয়েছে ৮ কোটি ৬১ লাখ ১৬ হাজার ১৬০ টাকা।
এর আগে চলতি ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেটও সভায় অনুমোদন দেওয়া হয়। এতে মোট আয় ধরা হয় ২২ কোটি ২৩ লাখ ৬৯ হাজার ৫০৩ টাকা এবং ব্যয় ১১ কোটি ৯০ লাখ ৭৮ হাজার ৩৪৩ টাকা। চলতি অর্থবছরের শেষে সমাপনী স্থিতি হবে ১০ কোটি ৩২ লাখ ৯১ হাজার ১৬০ টাকা।
সভায় রাজস্ব আয়, সরকারি উন্নয়ন খাত, মূলধন আয় এবং ব্যয় সংক্রান্ত বিস্তারিত উপস্থাপন করা হয়। রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ২ কোটি ৫১ লাখ ৭৫ হাজার টাকা, সরকারি উন্নয়ন খাতে বরাদ্দ ৩৮ কোটি ১০ লাখ টাকা এবং মূলধন আয় ২০ লাখ ৪০ হাজার টাকা।
অনুষ্ঠানে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পরিদর্শক আহাদুজ্জামান, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, মহিপুর থানা ইসলামী আন্দোলনের সভাপতি ফজলুল হক খান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান, জামায়াত নেতা মাওলানা মাঈনুল ইসলাম মান্নান, কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান, কুয়াকাটা শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরের সাধারণ সম্পাদক ইঞ্জি. নিহার রঞ্জন মণ্ডল, ইঞ্জি. নিয়াজ মাহমুদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত সভায় পৌরসভার ৯টি ওয়ার্ডের নানা সমস্যা নিয়ে আলোচনায় অংশ নেন সমন্বয় কমিটির সদস্যরা। এসময় তারা রাস্তা-ঘাট, পানি নিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা, বিদ্যুৎ ও পানির সংকটসহ নাগরিক সুবিধা বৃদ্ধির দাবি জানান।
সভায় প্রশাসক ইয়াসীন সাদেক এসব সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে বলেন, ‘কুয়াকাটাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহরে পরিণত করতে সবাইকে নিয়ে সমন্বিতভাবে কাজ করতে হবে।’
পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন এবং খসড়া বাজেট উপস্থাপন পৌর সচিব হুমায়ুন কবির।



নিউজটি শেয়ার করুন








কুয়াকাটা পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা

আপডেটের সময় : ০৯:৪০:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ও ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ জুলাই) সকাল ১০টায় কুয়াকাটা পৌরসভা হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ইয়াসীন সাদেক। সভায় পৌরসভার নগর সমন্বয় কমিটি (টিএলসিসি) এর সদস্যরা, জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিক, সাংবাদিক, শিক্ষক, ধর্মীয় নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হয় ৫১ কোটি ১৫ লাখ ৬ হাজার ১৬০ টাকা আয় ও ৪২ কোটি ৫৩ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ের লক্ষ্যমাত্রা নিয়ে। এতে সমাপনী স্থিতি ধরা হয়েছে ৮ কোটি ৬১ লাখ ১৬ হাজার ১৬০ টাকা।
এর আগে চলতি ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেটও সভায় অনুমোদন দেওয়া হয়। এতে মোট আয় ধরা হয় ২২ কোটি ২৩ লাখ ৬৯ হাজার ৫০৩ টাকা এবং ব্যয় ১১ কোটি ৯০ লাখ ৭৮ হাজার ৩৪৩ টাকা। চলতি অর্থবছরের শেষে সমাপনী স্থিতি হবে ১০ কোটি ৩২ লাখ ৯১ হাজার ১৬০ টাকা।
সভায় রাজস্ব আয়, সরকারি উন্নয়ন খাত, মূলধন আয় এবং ব্যয় সংক্রান্ত বিস্তারিত উপস্থাপন করা হয়। রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ২ কোটি ৫১ লাখ ৭৫ হাজার টাকা, সরকারি উন্নয়ন খাতে বরাদ্দ ৩৮ কোটি ১০ লাখ টাকা এবং মূলধন আয় ২০ লাখ ৪০ হাজার টাকা।
অনুষ্ঠানে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পরিদর্শক আহাদুজ্জামান, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, মহিপুর থানা ইসলামী আন্দোলনের সভাপতি ফজলুল হক খান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান, জামায়াত নেতা মাওলানা মাঈনুল ইসলাম মান্নান, কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান, কুয়াকাটা শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরের সাধারণ সম্পাদক ইঞ্জি. নিহার রঞ্জন মণ্ডল, ইঞ্জি. নিয়াজ মাহমুদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত সভায় পৌরসভার ৯টি ওয়ার্ডের নানা সমস্যা নিয়ে আলোচনায় অংশ নেন সমন্বয় কমিটির সদস্যরা। এসময় তারা রাস্তা-ঘাট, পানি নিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা, বিদ্যুৎ ও পানির সংকটসহ নাগরিক সুবিধা বৃদ্ধির দাবি জানান।
সভায় প্রশাসক ইয়াসীন সাদেক এসব সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে বলেন, ‘কুয়াকাটাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহরে পরিণত করতে সবাইকে নিয়ে সমন্বিতভাবে কাজ করতে হবে।’
পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন এবং খসড়া বাজেট উপস্থাপন পৌর সচিব হুমায়ুন কবির।