প্রেসক্লাব কাউনিয়া’র পূর্ণাঙ্গ কমিটি গঠন

- আপডেটের সময় : ০৪:২৯:০১ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
- / ৮৩১
কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ গত ৪২ বছরের ধারাবাহিকতা ধরে রেখে সাংবাদিক কল্যাণে প্রতিষ্ঠিত রংপুরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান প্রেসক্লাব কাউনিয়া’র নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
গত শনিবার প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ১৯ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন দৈনিক ইত্তেফাকের রংপুর ব্যুরো প্রধান ও ক্লাবের উপদেষ্টা গোলাম মোস্তফা আনসারী আজাদ।
নতুন কমিটিতে দৈনিক মানবকণ্ঠ প্রতিনিধি নিতাই চন্দ্র রায় সভাপতি, দৈনিক দিনকাল প্রতিনিধি সাইদুল ইসলাম সাধারণ সম্পাদক ও আজকের জনবাণী প্রতিনিধি প্রতিনিধি আতিকুল ইসলাম সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
অন্যান্য সদস্যরা হলেন— উপদেষ্টা মণ্ডলী মনিরুল ইসলাম মিন্টু (মানবজমিন, ট্রাইবুনাল), সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান মিজান (খোলা কাগজ, প্রথম খবর), সহ-সভাপতি জুলহাস হোসেন সোহাগ (চাঁদনী বাজার, ধ্রুববাণী), সহ-সম্পাদক মোস্তাফিজার রহমান (বাংলাদেশ বুলেটিন), কোষাধ্যক্ষ নুর ইসলাম আসলাম (জনবাণী, ডিএসবি নিউজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক আকরাম হোসেন অরেঞ্জ (দেশ বুলেটিন), আইন বিষয়ক সম্পাদক আবু হাসান (নতুন সময়)।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হলেন— ইব্রাহীম খলিল (দেশেরপত্র), আলেফনুর ইসলাম (বাংলার চিত্রডটকম), আনোয়ার হোসেন (মানববার্তা), আবু সাঈদ মনির (বাংলা বাজার), মওদুদী আহম্মেদ (সবুজ নিশান), হাসিবুর রহমান (তালাশ টাইম), জান্নাতুল নাঈম বাবু (দ্যা কাউনিয়া এক্সপ্রেস) ও কাব্য মাহমুদ (প্রথম খবর)।
সভায় অতিথিরা নতুন কমিটির প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং আগামী দিনে ক্লাবকে আরও সক্রিয় ও পেশাদারিত্বে অনন্য এক মঞ্চে রূপ দেওয়ার আহ্বান জানান।
প্রসঙ্গত, ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত প্রেসক্লাব কাউনিয়া দীর্ঘদিন ধরেই স্থানীয় সাংবাদিকতা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। নতুন নেতৃত্বে এই ধারা আরও বেগবান হবে বলে স্থানীয় সাংবাদিক মহলের প্রত্যাশা।