কলাপাড়ায় ২৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

- আপডেটের সময় : ০৭:০০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
- / ৬৮২
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় ২৫০ পিস ইয়াবাসহ মো. ইজাজ আহমেদ (৩৪) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার লালুয়া ইউনিয়নের বানাতি বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ইজাজ আহমেদ লালুয়া ইউনিয়নের মেরাউপাড়া গ্রামের খবির হাওলাদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেন এসআই মোফাজ্জল হোসেন, এএসআই রাসেল খান, এএসআই জসিম উদ্দিন ও এএসআই শাহিন হোসেন। তারা বানাতি বাজার এলাকায় মাদক কেনাবেচার সময় ইজাজকে আটক করেন। এসময় তার কাছ থেকে ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে রাতের আঁধারে বানাতি বাজারে অভিযান চালানো হয়। আটক ইজাজের বিরুদ্ধে মাদক ব্যবসার পুরনো অভিযোগ ছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’
এদিকে ইজাজের গ্রেপ্তারের খবরে এলাকায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা জানান, দীর্ঘদিন ধরে সে গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। আইনশৃঙ্খলা বাহিনীর এমন কার্যক্রমে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।